কঙ্গনার সঙ্গে কাজ করা সবথেকে বড় ভুল, বিষ্ফোরক বলিউড পরিচালক হনসল মেহতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে দু ধরনের মানুষ রয়েছে। এক ধরনের হল যারা কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut) পছন্দ করেন। আর দ্বিতীয় ধরনের, যারা দু চক্ষে সহ‍্য করতে পারেন না তাঁকে। অনেকে আবার কঙ্গনার সঙ্গে কাজ করতে গিয়ে ঠেকেও শিখেছেন। এদের মধ‍্যে একজন হলেন পরিচালক হনসল মেহতা (Hansal Mehta)। তারপর থেকে আর কোনোদিন একসঙ্গে কাজ করেননি তাঁরা।

কঙ্গনার সঙ্গে ‘সিমরন’ ছবিতে কাজ করেছিলেন হনসল। কিন্তু ছবির শুটের মাঝেই দুজনের মধ‍্যে ঝামেলা বাঁধে, যার প্রভাব পড়ে ছবিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে হনসল বলেন, কঙ্গনা খুবই প্রতিভাবান একজন অভিনেত্রী। কিন্তু নিজেকে একটা গণ্ডিতে আটকে রেখেছেন তিনি। সব চরিত্রকে তো নিজের মতো করে তোলার দরকার নেই।


উদাহরণ দিয়ে পরিচালক বলেন, “ধাকড় ছবির একটা গান হল ‘শি ইজ অন ফায়ার’। মানে নিজেকেই বোঝাতে চেয়েছেন তিনি। এই বিষয়গুলো দিয়েই নিজের উচ্চাকাঙ্খা প্রকাশ করেন কঙ্গনা।” অভিনেত্রীর সঙ্গে কাজ করাটা ‘সবথেকে বড় ভুল’ বলেও মন্তব‍্য করেন হনসশ মেহতা।

সিমরন ছবিতে কঙ্গনা ছাড়াও ছিলেন হিতেন কুমার, কিশোরী সাহানে, সোহম শাহ। মার্কিন নিবাসী নার্স সন্দীপ কউর এর কাহিনি নিয়ে তৈরি হয়েছিল ছবিটি যে চারটি ব‍্যাঙ্ক লুট করতে বাধ‍্য হয়েছিল। ছবিটি একেবারেই চলেনি বক্স অফিসে।

কঙ্গনাকে শেষবার দেখা গিয়েছিল ধাকড় ছবিতে। চরম ফ্লপ হয়েছিল ছবিটি। বক্স অফিস সূত্রে খবর, ধাকড় চলেইনি প্রেক্ষাগৃহে। মুক্তির কয়েক দিন পরেই অত‍্যন্ত খারাপ ফলের জন‍্য প্রেক্ষাগৃহ থেকে উঠে যায় ধাকড়।

ভুলভুলাইয়া ২ এর সামনে টিকতেই পারেনি এই ছবি। ৮৫ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল ধাকড়। এদিকে বক্স অফিসে মোটে ২.৫৮ কোটি টাকার ব‍্যবসা করেছে কঙ্গনার ছবি। ফলতঃ প্রায় ৭৮ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন ছবি নির্মাতারা।

সম্পর্কিত খবর

X