হাঁসখালি কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! পুলিশের বিরুদ্ধে তদন্তের দাবি নিয়ে হাইকোর্টে নির্যাতিতার বাবা-মা

বাংলাহান্ট ডেস্ক : এবার কলকাতা উচ্চ আদালতে অভিযোগ দায়ের করলেন হাঁসখালি কাণ্ডে নির্যাতিতার মা–বাবা। পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবিতেই কলকাতা হাইকোর্টে গেলেন তাঁরা। তাঁদের অভিযোগ, ঘটনার দিন থানায় গেলেও তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। তাঁদের মেয়ে যেদিন আক্রান্ত হয়, সেদিন তাঁদের অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। নির্যাতিতার বাবা–মায়ের অভিযোগ, হাঁসখালি থানার আইসি এবং সেকেন্ড অফিসার তাঁদের সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেননি। এই ঘটনা নিয়ে আবার সরগরম রাজ্য রাজনীতি।

কী করছে সিবিআই?‌ হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিয়েছিল কলকাতা উচ্চন্যায়ালয়। সিবিআই সূত্রে খবর, এবার দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হবে। সেখানে ২০ জনের বেশি সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে ইতিমধ্যেই। নাবালিকার পরিবারকে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার উল্লেখ রয়েছে রিপোর্টে। যদিও সেই টাকা পরিবার এখনও হাতে পেয়েছে কিনা তা স্পষ্ট নয়। এই ঘটনায় সমরেন্দ্র গয়ালি, ব্রজ গয়ালি–সহ মোট ৮ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এর আগে হাঁসখালি কাণ্ডে ২ মে প্রথম স্টেটাস রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। আর দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট লিখিত আকারে জমা দেওয়ার এক সপ্তাহ সময় চেয়েছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

নির্যাতিতা পরিবারের দাবি, পুলিশের বিরুদ্ধে করতে হবে বিভাগীয় তদন্ত। কলকাতা উচ্চ আদালতের তরফ থেকে বলা হয়েছে, তাঁদের বক্তব্য লিখিতভাবে জমা দেওয়ার জন্য। এর পাশাপাশি হাঁসখালির নির্যাতিতার পরিবার ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিও জানিয়েছে। নির্যাতিতার বাবা–মায়ের আইনজীবীর জানিয়েছেন, বিচারপতি তাঁর পদাধিকার বলে এই নির্দেশ দিতেই পারেন। এই বিষয়ে রাজ্যকেও তিন সপ্তাহের মধ্যে লিখিত হলফনামা জমা করার নির্দেশও দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৮ জুন।

আইনজীবী সুস্মিতা সাহা দত্ত বলেন, ‘নির্যাতিতার বাবা-মা নিজেরাই হাইকোর্টের প্রধান বিচারপতিকে কিছু বলতে চান। তাই তাঁরা আজ এসেছেন। যখন তাঁরা অভিযোগ জানাতে গিয়েছিলেন, তখন কর্তব্যরত অফিসার তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। মূল অভিযুক্তকে সামনে বসিয়ে রীতিমতো ভয় দেখানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে পুলিশ সুপারকে অভিযোগ করা হয়েছে আগেই। তবে বিষয়টি আর এগোয়নি।’

আজ, সোমবার এই মামলার সঙ্গে আরও একটি মামলা যুক্ত হয়েছে। বিশ্বজিৎ মণ্ডল নামে এক ব্যক্তি বিজেপির বিরুদ্ধে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনা নিয়ে মামলা করেছেন। হাঁসখালি কাণ্ড খতিয়ে দেখতে নিজস্ব একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠায় বিজেপি। সেখানেই নির্যাতিতার নাম প্রকাশ্যে বলেন তাঁরা। আদালতের নির্দেশে যা সম্পুর্ন আইনবিরুদ্ধ। এছাড়া সিবিআই তদন্ত চলাকালীন বিজেপি নেতাদের আসায় তদন্ত প্রভাবিত হতে পারে বলেও তাঁর আবেদনে উল্লেখ করেছেন তিনি।


Sudipto

সম্পর্কিত খবর