কিছুদিন আগে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ভারতীয় দল নির্বাচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর এবার ভারতীয় নির্বাচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন আরেক পাঞ্জাব তনয়া হরভজন সিং। একসময় যে সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বে ভারতীয় দলের হয়ে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন ভারতীয় স্পিনার হরভজন সিং, এখন সেই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিই বিসিসিআই প্রেসিডেন্ট। তাই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর কাছে হরভজন সিং অনুরোধ করলেন যে ভারতীয় ক্রিকেটের উন্নতির স্বার্থে ভারতীয় নির্বাচকদের যেন বদল করা হয়।
পিঙ্ক টেস্ট শুরু হওয়ার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার ভারতীয় জাতীয় নির্বাচকরা আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতের টি-টোয়েন্টি এবং ওয়ানডে দল ঘোষণা করেন। গত বাংলাদেশ সিরিজে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু একটিও ম্যাচ না খেলিয়ে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে দেওয়ার ফলে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে জাতীয় নির্বাচক এম কে এস প্রসাদ কে। ঘরোয়া ম্যাচে দুর্দান্ত পারফর্ম করার জন্যই সঞ্জু স্যামসনকে বাংলাদেশ সিরিজে নেওয়া হয়েছিল কিন্তু একটাও ম্যাচ খেলানো হয়নি তাকে অর্থাৎ কোনো রকম সুযোগ না দিয়েই তাকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর এই কারনেই বেজায় চটেছেন হরভজন সিং।
আর তাই সঞ্জু স্যামসনের উদাহরণ টেনে হরভজন বলেন যে আমার মনে হয় সঞ্জুকে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে নেওয়া উচিৎ ছিল, এটা সঞ্জুর সাথে ন্যায্য বিচার হচ্ছে না। তাই এই ভারতীয় নির্বাচক মন্ডলের পরিবর্তন হওয়া উচিৎ তাহলে যোগ্য ব্যক্তিরা দলে সুযোগ পাবে। আমি আশা করব বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট পদে রয়েছেন দাদা, তাই ভারতীয় দলের উন্নতির স্বার্থে দাদা সঠিক সিদ্ধান্ত নেবেন।