গিল ও ঈশানের ব্যর্থতার পরেও সুযোগ হলো না পৃথ্বী শ-এর! সাহসী সিদ্ধান্ত নিলেন হার্দিক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রাঁচিতে ভারতীয় দলকে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা হারতে হয়েছিল। আজ লখনউয়ে ম্যাচ জিতে প্রত্যাবর্তন করতে না পারলে সিরিজ খোয়াতে হবে ভারতীয় দলকে। রাঁচিতে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে বেশ কিছু প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছিলেন অনেকেই। দল নির্বাচন থেকে শুরু করে পিচের গতিবিধি বুঝতে ব্যর্থতা, একাধিক অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

আজ হার্দিক পান্ডিয়ার জবাব দেওয়ার দিন। আর এই জবাব দেবার দিনে আবারও একটি সাহসী সিদ্ধান্ত নিলেন হার্দিক। টি-টোয়েন্টি ফরম্যাটের ওপেনিংয়ে শুভমান গিল ও ঈশান কিষান ধারাবাহিকভাবে ব্যর্থ। তাও আজ পৃথ্বী শ-কে সুযোগ না দিয়ে ওই দুজনের ওপর এই আস্থা দেখালেন জুনিয়র পান্ডিয়া। যদি গিল এবং ঈশান আজ আবারও ব্যর্থ হন তাহলে তার এই সিদ্ধান্ত নিয়ে ফের সমালোচনার ঝড় উঠবে।

pandya santner

যদিও আজ একটি ভুল শুধরে নিয়েছেন হার্দিক। গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র দুই নিয়মিত স্পিনার নিয়ে মাঠে নেমে ভারতীয় দলকে ভুগতে হয়েছিল। আজ তাই উমরান মালিককে বসিয়ে যুজবেন্দ্র চাহালকে দলে ফেরত এনেছেন হার্দিক। স্পিনের বিরুদ্ধে গত ম্যাচে বেশ কিছুটা বেকায়দায় দেখিয়েছিল নিউজিল্যান্ডকে। আজ তাই স্পিন মন্ত্রেই ‘কুল-চা’ জুটিকে কাজে লাগিয়ে কিউয়িদের ঘায়েল করার ছক কষেছেন হার্দিক।

নিউজিল্যান্ড আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ভারতের তিন স্পিনার সামলানো যে খুব কঠিন হয়ে পড়বে সেটা খুব ভালই জানেন অধিনায়ক স‍্যান্টনার। ইতিমধ্যেই ব্যাট করতে নেমে পড়েছে নিউজিল্যান্ড। তৃতীয় ওভার শেষে কোনও উইকেট না খুঁইয়ে তাদের স্কোর ২১।

ভারতীয় একাদশ: শুভমান গিল, ঈশান কিষান, রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শিবম মাভি, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং


Reetabrata Deb

সম্পর্কিত খবর