বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দল (Team India) সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পর অধিনায়ক হিসেবে পেয়েছিলেন অধিনায়ক রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। তারপর কুম্বলের হাত ঘুরে সেই নেতৃত্বের দায়িত্ব আসে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) হাতে। দীর্ঘকাল সেই দায়িত্ব পালন করার পর তার জায়গায় এসেছিলেন বিরাট কোহলি (Virat Kohli) । এবং বর্তমানে সেই দায়িত্বটি পালন করছেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু এরপর?
রোহিত শর্মার বয়স এই মুহূর্তে ৩৫। আর খুব বেশিদিন সে ভারতীয় দলে তাকে দেখা যাবে না এটা হয়তো প্রত্যেকেই জানেন। এখন প্রশ্ন হল রোহিত একজন অধিনায়ক হিসেবে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকে তার হাতে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে। বর্তমানে বিশ্বের বেশিরভাগ দেশ যেমনটা করছে তেমনভাবে কি বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন তারকার হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে নাকি সবকট ফরম্যাট মিলিয়ে এমন একজনকে দায়িত্ব দেওয়া হবে যাকে মান্য করেন দলের ক্রিকেটাররা।
এই প্রশ্নের এবার কিছুটা জবাব দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রোহিত অবসর নেওয়ার পরে নয় বরং তার আগে থেকেই এই ব্যাপারে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা করা উচিত বলে মনে করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। প্রাক্তন বিসিসিআই সভাপতি জানিয়ে দিয়েছেন যে রোহিত শর্মার ফর হার্দিক পান্ডিয়াকে তিনি ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চান।
সৌরভ এই ব্যাপারটা স্পষ্ট করে দিয়েছেন যে গতবারের আইপিএলের সাফল্য দেখেই তিনি এই দাবি করছেন না। হার্দিক পান্ডে আর তারপরে ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন এবং এখনো পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তিনি কোন সিরিজ ছাড়েননি। ওডিআইতেও ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে নেতৃত্ব দিয়ে সেই ম্যাচে জয় পেয়েছেন তিনি। তাই সৌরভ এই মুহূর্তে তাকেই সবচেয়ে বেশি যোগ্য বলে মনে করছেন।
সেই সঙ্গে সৌরভ এটাও জানিয়েছেন যে আইপিএলই একমাত্র যোগ্যতার মাপকাঠি নয়। এখানে পারফরম্যান্স দেখে বড়জোর জাতীয় টি-টোয়েন্টি দলে সুযোগ দেওয়া হতে পারে। কিন্তু বাকি ফরম্যাট গুলিতে ভারতীয় দলে কে কে জায়গা পাবে বা কে কে নেতৃত্বের দায়িত্বে থাকবেন সেগুলো টিম ম্যানেজমেন্ট এবং প্রচুর রাহুল দ্রাবিড় ঠিকই জানেন এবং ভারতের জন্য যেটা সবচেয়ে ভালো হয় সেই সিদ্ধান্তই তারা নেবেন বলে মনে করেন প্রাক্তন বিশেষ সভাপতি।