বাংলা হান্ট নিউজ ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না গৌতম আদানির (Gautam Adani) মালিকানাধীন ‘আদানি গ্রুপের’ (Adani Group)। কিছুদিন আগেই তাদের নিউইয়র্কের একটি বিনিয়োগের স্টক ম্যানিপুলেশন এবং জালিয়াতির অভিযোগে আদানি গ্রুপ তার মূল্যের পঞ্চমাংশ হারায়। এলআইসির আদানির শেয়ার কেনা এবং তারপর আরো নানান বিপত্তির মুখোমুখি হওয়ার পর বেশ কিছুটা বদনাম হয়েছিল তাদের। এবার মহিলা আইপিএলের (WPL) প্রথম ম্যাচে তাদের দল গুজরাট জায়ান্টস (Gujrat Giants) মুখ থুবড়ে পড়লো মুকেশ আম্বানির (Mukesh Ambani) মালিকানাধীন মহিলা আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সামনে।
প্রো কাবাডি লিগে দল থাকলেও আদানি গ্রুপ বহুদিন ধরে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে চাইছিল এবং শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়েছিল মহিলা আইপিএলেr গুজরাট ফ্র্যাঞ্চাইজিটি কেনার পর। আজ মহিলা আইপিএলের প্রথম সংস্করণের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট জায়ান্টস। নানান কারণে এই প্রতিদ্বন্দ্বিতা খুব গুরুত্বপূর্ণ ছিল ক্রিকেটপ্রেমীদের কাছে। মহিলা আইপিএলের প্রথম ম্যাচ তো বটেই সেই সঙ্গে সকলে মুখিয়ে ছিলেন দুই দলের মেন্টর এবং ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি মিতালি রাজ (Mithali Raj) ও ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) মগজাস্ত্রের লড়াই দেখার জন্য।
কিন্তু ম্যাচ দেখে মনে হয়নি যে মিতালীর গুজরাট কোনoরকম পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। অপরদিকে ঝুলনের মুম্বাইকে নিজেদের গেমপ্ল্যান নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে এবং দলের তারকা ওপেনার ইয়াস্তিকা ভাটিয়াকে দ্রুত খাওয়ানোর পরও তারা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল। হেইলি ম্যাথিউস (৪৭), অ্যামেলিয়া ক্যারদের (৪৫*) পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)।
মাত্র ৩০ বলে ৬৫ রান করে তিনি মুম্বাইকে ২০৭ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছতে সাহায্য করেন। দৃষ্টিনন্দন ব্যাটিং করেছিলেন হরমনপ্রীত। একসময় টানা সাত বলে সাতটি চার মারেন হরমনপ্রীত। গুজরাট জায়ান্টসের কোন বোলারকে দেখেই মনে হয়নি তারা সঠিক কোনও পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন এবং তাদের ফিল্ডিংও ছিল অত্যন্ত নিম্নমানের। ব্যাট করতে নেমে আবারও বিপাকে পড়ে গুজরাট। মাত্র তিন বল খেলে তাদের অধিনায়ক বেথ মুনি মাংসপেশির চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন এবং তিনি আবার কবে মাঠে ফিরতে পারবেন সেই নিয়ে কোনও নিশ্চয়তা নেই।
কিন্তু রান তারা করতে নেমে গুজরাটের ১১ জন ক্রিকেটার এর মধ্যে ১০ জনই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। ব্যর্থ হন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার অ্যাশলে গার্ডনারও। একা কুম্ভ হয়ে লড়াই করেন দায়ালান হেমলতা। কিন্তু তার সেই লড়াই গুজরাটের লজ্জা বাঁচানোর পক্ষে যথেষ্ট ছিল না। কিন্তু শ্যামলতার ব্যাটিংয়ে ভর করেই পঞ্চাশের গণ্ডি অতিক্রম করতে পেরেছিল গুজরাট। মুম্বাইয়ের হয়ে দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট নেন বাংলার সাইকা ইশাক। অভিষেকেই বাজিমাত করলেন তিনি। ৩.১ ওভারে মাত্র ১১ রান খরচ করেছেন তিনি। ৬৪ রানে শেষ হয় গুজরাটের ইনিংস এবং ১৪৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় হরমনপ্রীতরা।