বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে আয়োজিয় ম্যাচের শেষে একটি চমকপ্রদ বিষয় প্রকাশ্যে আসে। ম্যাচের প্রথম ইনিংস চলাকালীন, রিয়ান পরাগ এবং হর্ষাল প্যাটেলের মধ্যে একটি কথা কাটাকাটির ঘোষণা হয়। ক্রিকেটের মাঠে দুই খেলোয়াড়ের একে অপরের সাথে তর্ক করার দৃশ্য নতুন কিছু নয়, সাধারণত তা ক্ষণস্থায়ী হয় এবং দুই খেলোয়াড়ই নিজেদের মধ্যে হওয়া ঝামেলা মিটিয়ে নেন সহজে। কিন্তু এই দুই খেলোয়াড়ের মনোমালিন্য এখানেই শেষ হয়নি। ম্যাচ শেষ হওয়ার পরে, হর্ষল প্যাটেল এমন কিছু করেছিলেন যা খেলোয়াড়ি উদারতার একেবারেই বিরোধী।
রাজস্থান রয়্যালস ইনিংসের শেষ ওভারে রিয়ান পরাগ হর্ষাল প্যাটেলের বলে দুটি ছক্কা হাঁকালে তাদের মধ্যে তর্ক শুরু হয়। রাজস্থান রয়্যালসের ইনিংস শেষ হওয়ার পর রিয়ান পরাগ যখন ডাগআউটের দিকে এগোচ্ছিলেন, তখন হর্ষল প্যাটেল তার সামনে এসে তাকে কিছু বলেন। রিয়ানও পিছন ফিরে হর্ষাল প্যাটেলকে জবাব দিলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। যাইহোক, রাজস্থান টিমের একজন সাপোর্ট স্টাফ পরাগকে ভেতরে যেতে বলেন এবং হর্ষলকে আটকে বিষয়টি তখনকার মতো মিটিয়ে দেন।
ক্রিকেট ম্যাচের শেষে সব খেলোয়াড়ই নিজেদের মধ্যে করমর্দন করে। সেখানেই সাধারণত যাবতীয় ঝামেলা মিটিয়ে নেন ক্রিকেটাররা। যুবরাজ বনাম ফ্লিনটফ, শোয়েব আখতার বনাম হরভজন ইত্যাদি বহু ঝামেলা আমরা এই সময় মিটতে দেখেছি। এই ম্যাচের পরেও তেমনই কিছু আশা করেছিল সকলে। রাজস্থান জিতে যাওয়ার পরে হর্ষল প্যাটেল সমস্ত খেলোয়াড়ের সাথে করমর্দন করেছিলেন, কিন্তু তিনি রিয়ান পরাগের সাথে হাত না মিলিয়ে চলে যান। রিয়ান পরাগও তার প্রতি হাত বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু হর্ষল প্যাটেল তাকে উপেক্ষা করে এগিয়ে যান। এমন কাজ করে স্পোর্টিং স্পিরিটের অবমাননা করেছেন হর্ষল প্যাটেল। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
One Young Talent Jealous Of Other.
Very #Unsportive Behaviour From Harshal Patel. Keep Going Riyan Parag @rajasthanroyals @RCBTweets @IPL pic.twitter.com/Sg0Pv2pfSC— JAYAKRISHNA (@ImJK_117) April 27, 2022
রিয়ান পরাগ ৩১ বলে ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে অপরাজিত ৫৬ রান করেন। চলতি মরশুমে এটি ছিল রিয়ান পরাগের প্রথম হাফ সেঞ্চুরি। প্রথমে ব্যাট করতে নেমে রিয়ান পরাগের দুর্দান্ত ইনিংসের সুবাদে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৪৪ রান করে রাজস্থান। জবাবে ব্যাঙ্গালোরের দল ১৯.৩ ওভারে ১১৫ রান করে অলআউট হয়ে ২৯ রানে পরাজয়ের মুখে পড়ে।