KKR-কে জিতিয়েও হল না লাভ, BCCI-র কোপের মুখে হর্ষিত! ক্ষেপে লাল গাভাস্করও

বাংলা হান্ট ডেস্ক : ফাইনাল ওভারে ১৩ রান ডিফেন্ড করে প্রমাণ করে দিয়েছেন যে, তিনি জাত খেলোয়াড়। তারপর থেকেই চারিদিকে ভারতীয় উদীয়মান পেস সেনসেশন হর্ষিত রানার (Harshit Rana) জয়জয়কার। তা সত্বেও বড়সড় শাস্তির মুখে এই তরুণ পেসার। সূত্রের খবর, হর্ষিত রানার ফি-র ৬০ শতাংশ কেটে নিয়েছে BCCI। সেই সাথে প্রবীণ ক্রিকেট তারকা সুনীল গাওস্করও তার সমালোচনায় মুখর হয়ে উঠেছেন।

গতকালকের ম্যাচে কেকেআরের (Kolkata Knight Riders) ঝুলিতে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছেন হর্ষিত রানা। ২৫ কোটির তারকা মিচেল স্টার্ক (Mitchell Starc) যখন ক্যারিশ্মা দেখাতে ব্যর্থ তখনই ত্রাতা হয়ে মাঠে নামেন তরুণ পেসার হর্ষিত রানা। শেষ ওভারে প্যাট কামিন্সের টার্গেট ছিল ১৩ রান। তবে হর্ষিতের আক্রমণাত্মক বোলিং সানরাইজর্সকে সেই লক্ষ্যে পৌঁছাতে দেয়নি।

শেষ ওভারের প্রথম বলে ছয় রান দিয়ে শুরু করলেও পিচে জমে যাওয়া দুই ব্যাটার শাহবাজ় আহমেদ এবং হেনরিক ক্লাসেনের উইকেট নিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে, তিনিও মিচেল স্টার্কের চেয়ে কম কিছু নন। তবে গোল বাঁধে তার ব্যবহারে। ক্লাসেন আউট হতেই মাত্রাতিরিক্ত উত্তেজিত হয়ে পড়েন তিনি। হায়দরাবাদের দুই ব্যাটারের প্রতি এমন কিছু অঙ্গভঙ্গি প্রদর্শন করেন যা আইপিএলের আচরণবিধির বিরুদ্ধে।

আরও পড়ুন : IPL-র ফাইনাল চেন্নাইতে, কোয়ালিফায়ার ও এলিমিনেটর কোথায় হবে জানেন? দিনক্ষণ জানাল BCCI

image 20240324 141407 0000

ম্যাচের পর নিজের ভুল স্বীকার করে নিলেও নিয়ম লঙ্ঘনের কারণে তার ফি কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বলা হয়েছে, হর্ষিত আইপিএলের আচরণ বিধির লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ করেছেন। এবং প্রথম অপরাধের জন্য ম্যাচ ফির ১০ শতাংশ এবং দ্বিতীয় বার একই অপরাধ করায় ম্যাচ ফির আরও ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সুপার ফ্লপ ২৫ কোটির বোলার, জয় এনে দিল ২০ লাখের রাণা! বেদম পিটুনি খেল স্টার্ক

হর্ষিতের এই আচরণে বেজায় ক্ষুব্ধ সুনীল গাওস্করও। হর্ষিত রানার তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, ‘বাউন্ডারি মারার পর ময়ঙ্ক কিন্তু হর্ষিতকে এমন কিছু করেনি। একটা উইকেট নিয়েই এমন আচরণ! রানা সাহেব, একটা উইকেট নিয়ে এমন করার দরকার নেই। এটা ক্রিকেট। আমরা সবাই জানি, টেলিভিশনের পর্দায় সব কিছুই এখন ধরা পড়ে যায়। তাই আরও সংযত থাকার চেষ্টা করা উচিত।’ তিনি আরও বলেছেন, সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করায় কোনও সমস্যা নেই তবে প্রতিপক্ষদের বিদ্রুপ করা কোনও শুভবুদ্ধির পরিচয় নয়।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর