বাংলা হান্ট ডেস্কঃ হাথরস (hathras) কাণ্ড নিয়ে গোটা দেশ তোলপাড়, আর এরই মধ্যে ধর্ষিতা যুবতীর পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সফদরগঞ্জ হাসপাতালের এই রিপোর্টে ধর্ষণের কথার উল্লেখ নেই। রিপোর্ট অনুযায়ী, ধর্ষিতার ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এছাড়াও ধর্ষিতার মেরুদণ্ডের হাড় ভাঙা ছিল বলে জানা গিয়েছে। নির্যাতিতার ব্লাড ইনফেকশন আর হার্ট অ্যাটাক হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, মৃত্যু ২৯ সেপ্টেম্বর সকাল ৬ টা বেজে ৫৫ মিনিটে হয়েছে। এই ঘটনায় ফরেনসিক রিপোর্ট আজ বিকেলের মধ্যে আসতে পারে বলে জানা গিয়েছে।
- রিপোর্টে ধর্ষণের কথার উল্লেখ নেই
- নির্যাতিতার মেরুদণ্ডের হাড় ভাঙা ছিল বলে জানা গিয়েছে।
- নির্যাতিতার ঘাড়েও আঘাত লেগেছে।
- নির্যাতিতার হার্ট অ্যাটাক হয়েছিল।
- এছাড়াও তাঁর ব্লাড ইনফেকশন হয়েছিল।
- ২৯ সেপ্টেম্বর সকাল ৬ঃ৫৫ মিনিটে নির্যাতিতার মৃত্যু হয়।
উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর উত্তর প্রদশের হাথরসের একটি গ্রামে ১৯ বছর বয়সী এক যুবতীকে ধর্ষণ করে নৃশংস অত্যাচার চালানো হয়। প্রথমে তাকে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে ভরতি করানো হয়েছিল। এরপর সোমবার তাকে দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মঙ্গলবার ধর্ষিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করে।