কেকে মৃত্যুর বর্ষপূর্তি, শিল্পীর কণ্ঠে ভুলতে বসা এই গানগুলো উসকে দেবে নস্টালজিয়া

বাংলাহান্ট ডেস্ক: সময় বয়ে যায় নদীর স্রোতের মতো। সুসময় দুঃসময় কোনোটাই চিরস্থায়ী নয়। থেকে যায় শুধু সেই সময়কার স্মৃতি। আজকের দিনটা ভারতীয় সঙ্গীত জগতের কাছে এক মর্মান্তিক দিন। এক বছর আগে এই দিনেই পরলোক গমন করেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ যাঁকে আপামর দেশবাসী চিনত কেকে (KK) নামে। আজ, ৩১ মে কেকের প্রথম মৃত্যুবার্ষিকী।

এক বছর আগে এই সময়ে কলকাতায় কেকে-র কনসার্ট নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। প্রিয় শহরে আসা নিয়ে গায়কের উচ্ছ্বাসও ছিল দেখার মতো। পরপর দুদিন দুটি কলেজে শো ছিল তাঁর। প্রথম দিনের কনসার্ট ভালোয় ভালোয় মিটলেও দ্বিতীয় দিন অভিশপ্ত নজরুল মঞ্চ চিরতরে কেড়ে নেয় শিল্পীকে। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কেকে।

KK oped

প্রিয় শিল্পীর মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছিল শহরে। বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শোয়ের উদ্যোক্তাদের। উঠেছিল বহু প্রশ্ন। সময়ের সঙ্গে সঙ্গে শোক থিতিয়ে গিয়েছে। কিন্তু সঙ্গীতপ্রেমীদের মনে চিরদিনের জন্য স্থায়ী জায়গা রয়ে গিয়েছে কেকে-র। একটা গোটা প্রজন্মকে তিনি স্বপ্ন দেখতে শিখিয়েছেন। কেকে কে কি এত সহজে ভোলা যায়?

আজ অরিজিৎকে নিয়ে মাতামাতি হলেও একসময় ভারতীয় সঙ্গীত জগতে ছিল কেকে রাজ। তাঁর পুরো নাম না জানলেও তাঁর গানের সঙ্গে, কণ্ঠের সঙ্গে পরিচিত ছিল না নব্বইয়ের দশকের এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। প্রেমে পড়া থেকে প্রেম ভাঙার যন্ত্রণা, বন্ধুত্ব, পার্টি সমস্ত রকম মুডের জন্য রয়েছে কেকে-র গান।

লম্বা সঙ্গীত কেরিয়ারে অসংখ্য গান গেয়েছেন কেকে। তার মধ্যে সিংহভাগ গানই জনপ্রিয়। কিন্তু কিছু কিছু এমন গান রয়েছে যেগুলো যতটা খ্যাতি পাওয়ার কথা ছিল ততটা পায়নি। কেকে-র প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এই প্রতিবেদনে রাখা হল তেমনি কিছু গানের তালিকা-

তু আশিকি হ্যায়– ঝঙ্কার বিটস ছবির এই গানটি গেয়েছিলেন কেকে এবং বিশাল শেখর জুটি।

মত আজমা রে– মার্ডার থ্রি ছবির গানটি গেয়েছেন কেকে এবং প্রীতম।

সজদে কিয়ে হ্যায় লাখোঁ– খট্টা মিঠা ছবির খুবই মিষ্টি এই গানটি গেয়েছেন কেকে এবং সুনিধি চৌহান।

অ্যায় বেখবর– জহের ছবির গানটি গেয়েছিলেন কেকে এবং রূপকুমার রাঠোর।

মেরা পহেলা পহেলা পেয়ার– কেকে-র গাওয়া আরো একটি অসাধারণ গান এটি। এমপি৩ ছবির এই গানটি অনেকেই শোনেননি।

আব তো ফরেভার– তারা রামপাম ছবির এই গানটিও কেকে-র গাওয়া অনবদ্য গানগুলির মধ্যে একটি।

 

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর