হিন্দু কোনো ধৰ্ম নয়, সকলকে শিখ হয়ে যাওয়া উচিত: বিতর্কিত মন্তব্য জাঠ নেতার

হরিয়ানার বাহাদুরগড়ের জাঠ নেতা হবা সিং সাংওয়াল নিজের বিতর্কিত মন্তব্যের জন্য আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন। জাঠ নেতা ঘোষণা করেছেন যে তিনি ২১ শে এপ্রিল ২৫০ থেকে ৩০০ জন লোককে সাথে নিয়ে শিখ ধর্ম গ্রহণ করবেন। সাংওয়াল বলেন, হিন্দু কোনো ধর্ম নয় তাই সকলের উচিত শিখ ধর্ম গ্রহণ করে নেওয়া। জানিয়ে দি, হবা সিং সাংওয়াল সেই নেতা যার উপর হরিয়ানায় জাঠ সংরক্ষণের দাবিকে ছড়িয়ে পড়া হিংসাকে উস্কে ছিলেন বলে অভিযোগ রয়েছে।

টিকরি বর্ডারে পৌঁছে জাঠ নেতা বলেন, কৃষকদের দাবি মানা হচ্ছে না। কেন্দ্র সরকার কৃষি আইন লাগু করার চেষ্টা করছে কিন্তু এটা কৃষকরা মেনে নেবে না। একই সাথে জাঠ নেতা এও বলেন যে ২৬ শে জানুয়ারি যে সকল লোকজনের উপর মামলা দায়ের করা হয়েছিল তাদের উপর থেকে মামলা সরিয়ে নেওয়া হোক।

২৬ শে জানুয়ারি শান্তিপূর্ণ কৃষক আন্দোলনের নামে লালকেল্লায় উপদ্রব করা হয়েছিল। যাতে ৩০০ এর বেশি পুলিশকর্মী আহত হয়েছিলেন। এর উপদ্রবের উপর তদন্ত করে পুলিশ বহুজন উপদ্রবিকে চিন্হিত করে এবং মামলা দায়ের করে। এখন হবা সাংওয়াল সমস্ত মামলা তুলে নেওয়ার দাবিতে সরব হয়েছে।

IMG 20210216 155022

কৃষকদের উস্কে দিয়ে সাংওয়াল বলেন, যেহেতু সরকার কৃষকদের কথা শুনছে না তাই তাদের নতুন প্ল্যানিং বানিয়ে কাজ করা উচিত।

কে এই হবা সিং সাংওয়াল?

জানিয়ে দি, ৭৩ বর্ষীয় হবা সিং সাংওয়াল CRPF এর প্রাক্তন অধিকারী এবং জাঠ আন্দোলনের প্রমুখ নেতা। ২০১১ সালের ‘রেল রোকো’ উপদ্রবেও এই নেতার বড়ো ভূমিকা ছিল। বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়শই খবরের শিরোনামে থাকেন ইনি। ২০২০ সালে এক জাতিকে নিয়ে কুমন্তব্য করার জন্য জেলেও গিয়েছিলেন জাঠ নেতা।

সম্পর্কিত খবর