মিনি হাসপাতাল অজি শিবির, স্টার্কের পর চোটের জন্য ছিটকে গেলেন এই তারকা পেসারও! স্বস্তি কোহলিদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঝে আর মাত্র তিনটে দিন। ৯ ফেব্রুয়ারি থেকে আরম্ভ হয়ে যাবে অস্ট্রেলিয়া বনাম ভারত (India vs Australia) ৪ ম্যাচের টেস্ট সিরিজ। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথম ম্যাচটি খেলবে দুই দল। এই মুহূর্তে কড়া প্রস্তুতিতে নিজেদের ডুবিয়ে রেখেছেন দুই শিবির। বর্ডার-গাভাস্কার (Border-Gavaskar Trophy) ট্রফির ফলাফল নির্ধারিত করবে যে দুই দল কয়েক মাস পরে ইংল্যান্ডের মাটিতে আয়োজিত হতে চলা টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) পৌঁছতে পারবে কিনা। কিন্তু এই সিরিজ শুরু হওয়ার আগে আরো একটা বড় ধাক্কা খেলে অস্ট্রেলিয়া।

চোটের জন্য প্রথম নাগপুরের টেস্টটি মিস করা অনেক আগে থেকেই নিশ্চিত ছিল তারকা অজি বাঁ-হাতি পেসার মিচেল স্টার্কের (Mitchell Starc)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের আঙুলে চোট পেয়েছিলেন তিনি। এবার গোড়ালির চোটের জন্য ফ্রিজের প্রথম দুটি টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার দীর্ঘদেহী তারকা পেসার জস হ্যাজেলউড (Josh Hazlewood)।

গত মাসে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার সময় এই চোটটি পেয়েছিলেন তিনি। আশা করেছিলেন যে সময় মত সেরে উঠবেন, কিন্তু তেমনটা হয়নি। স্টার্ক এবং হ্যাজেলউড ছাড়াও আঙুলে চোটের কারণে অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনও দ্বিতীয় টেস্ট ম্যাচ অবধি মাঠে নামতে পারবেন না। সবমিলিয়ে অস্ট্রেলিয়ার বোলিং বিভাগ যেন এখন পরিণত হয়েছে মিনি হাসপাতালে।

josh hazlewood

হ্যাজেলউডের জায়গায় অনভিজ্ঞ অজি পেসার স্কট বোলান্ডকে দলে নিতে চলেছে অস্ট্রেলিয়া। তিনি এখনো অবধি ছয়টি টেস্ট ম্যাচ খেলেছেন, কিন্তু প্রত্যেকটি অস্ট্রেলিয়ার মাটিতে। ভারতের মাটিতে কেমন ভাবে বোলিং করতে হয় সেই বিষয়ে সম্যক ধারণা নেই তার। এছাড়া রয়েছে ল্যান্স মরিসের মতো অনভিজ্ঞ বোলার। অজি অধিনায়ক এবং তারকা ফাস্ট বোলার প্যাট কামিন্সের সঙ্গে এদের মধ্যে কেউ একজনই জুটি বাঁধতে চলেছেন।

অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দিকে নিজেদের বোলিং এর ওপর একেবারেই নির্ভর করতে পারবেন না। কামিন্স এবং ন্যাথান লিয়ন যোগ্য সঙ্গীদের অভাবে কতটা ভালো পারফরম‍্যান্স করতে পারবেন, সেই নিয়ে সন্দেহ থেকেই যায়। মূলত স্টিভ স্মিথ, মার্নেস লাবুশানেদের ওপরে নির্ভর করছে অস্ট্রেলিয়া এই সিরিজে কতটা ভালো পারফরম‍্যান্স করতে পারবে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর