বাংলা হান্ট ডেস্কঃ গত বছর অগস্ট মাসে আর জি কর (RG Kar) হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের পরিচয় প্রকাশ করেছিলেন তৎকালীন কলকাতা পুলিশের কমিশনের বিনীত গোয়েল (Vineet Goyal)। সেই নিয়ে তার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে (Calcutta High Court)। পরে সেই মামলা থেকে সরে দাঁড়ান হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এবার শুনবেন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ।
আর কী জানা যাচ্ছে হাইকোর্ট সূত্রে? Calcutta High Court
গত ৯ অগাস্ট আরজি কর কাণ্ড প্রকাশ্যে আসার দিন সংবাদমাধ্যমের সামনে একাধিকবার নির্যাতিতা চিকিৎসকের নাম বলে ফেলেন কলকাতার তৎকালীন সিপি বিনীত গোয়েল। এই ঘটনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। গত সপ্তাহেই সেই মামলাটি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ব্যক্তিগত কারণে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে মামলাটি বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে স্থানান্তর করা হয়েছে।
হাইকোর্টের নতুন বেঞ্চে হলফনামা দিয়ে রাজ্যের দাবি, বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। রাজ্য দাবি করে, মামলাকারী আইনজীবী এই ভাবে মামলা দায়ের করতে পারেন না। হলফনামার কপিও মামলাকারীকে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বিনীত গোয়েলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন একজন আইনজীবী।
গত ৯ অগাস্ট আরজি কর কাণ্ড প্রকাশ্যে আসার দিন সংবাদমাধ্যমের সামনে একাধিকবার নির্যাতিতা চিকিৎসকের নাম বলে ফেলেন কলকাতার তৎকালীন সিপি বিনীত গোয়েল। বিনীত গোয়েলের মতো সিনিয়র আইপিএস অফিসারের এই কর্মকাণ্ডে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। কিন্তু যেহেতু আর জি কর মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন তাই প্রথমে বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ করতে চায়নি হাইকোর্ট (Calcutta High Court)।
আরও পড়ুন: মিলছে ২৫০০০ করে! কন্যাশ্রী প্রকল্পে এবার আরও বড় চমক, নয়া উদ্যোগ রাজ্যের
পূর্বে এই মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে রাজ্য কোনও ব্যবস্থা নিয়েছে কি না, তা জানতে চেয়ে রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, আর জি কর ইস্যুতে জুনিয়র চিকিৎসকদের ক্রমাগত আন্দোলনের জেরে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে (Vineet Goyal) সরাতে কার্যত বাধ্য হয়েছিল রাজ্য সরকার।