বাংলাহান্ট ডেস্ক : অভিনেতাদের (Actor) পেশা এমনই যেখানে উত্থান পতন থাকবেই। এমন কোনো অভিনেতাই নেই যাঁর কেরিয়ারে একটিও ফ্লপ ছবি নেই। ইন্ডাস্ট্রির তাবড় অভিনেতারাও (Actor) কখনো না কখনো ফ্লপ ছবি দিয়েছেন। তবে বলিউডে এমন একজন অভিনেতাও আছেন যিনি ফ্লপের দিক দিয়ে অন্য সকলকে ছাপিয়ে গিয়েছেন। কেরিয়ারে ১৮০ টি ফ্লপ ছবি রয়েছে তাঁর। এই পরিসংখ্যান নিয়ে তিনিই বলিউডের সবথেকে বেশি সংখ্যক ফ্লপ ছবির মালিক।
এই অভিনেতার (Actor) ঝুলিতে সবথেকে বেশি ফ্লপ ছবি
জানলে অবাক হবেন, সেই অভিনেতা (Actor) হলেন মিঠুন চক্রবর্তী। বলিউড তথা টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা (Actor) তিনি। তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছিল দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও। কিন্তু মিঠুনের কেরিয়ারেই রয়েছে সবথেকে বেশি ফ্লপ ছবির রেকর্ড। আশির দশকে তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হলেও এক সময়ে একের পর এক ছবি মুখ থুবড়ে পড়েছিল তাঁর।
আরো পড়ুন : অনেক আগেই হয়ে যেত বলিউড ডেবিউ, এই নায়কের কারণে প্রস্তাব ফেরান কোয়েল
কেরিয়ারের বেশিরভাগ ছবিই ফ্লপ
দীর্ঘ অভিনয় কেরিয়ারে প্রায় ২৭০ টি ছবিতে অভিনয় করেছেন মিঠুন। তার মধ্যে ১৮০ টি ছবিই ফ্লপ হয়েছে অভিনেতার (Actor)। ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সালের মধ্যে পরপর ৩৩ টি ফ্লপ ছবি দিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। তবে তাঁর কেরিয়ারে হিট ছবিও কম নেই। ৫০ টিরও বেশি হিট ছবি উপহার দিয়েছেন মিঠুন। তবে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ছবি ‘মৃগয়া’ এবং ‘ডিস্কো ডান্সার’।
আরো পড়ুন : সিনেমার ফ্লপ নায়ক, বড়পর্দায় ধাক্কা খেয়ে ফের সিরিয়ালেই ভাগ্য পরীক্ষা আদৃতের!
বলিউডের সবথেকে বেশি ফ্লপ ছবির মালিক হলেও মিঠুনের স্টারডম কিন্তু এতটুকুও ফিকে হয়নি। ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা (Actor) ছিলেন তিনি বরাবর। বিশেষ করে বিদেশে মিঠুনের জনপ্রিয়তা ছিল দেখার মতো। তাঁর ডিস্কো ডান্সার ছবিই বলিউডের প্রথম ছবি ছিল যা ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল।
বর্তমানে ৭০ পেরিয়েও কাজ অব্যাহত রেখেছেন অভিনেতা। হিন্দির পাশাপাশি বাংলা ছবিতেও সাফল্যের সঙ্গে অভিনয় করছেন তিনি। আগামীতে ফের কিছু হিন্দি ছবিতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে।