উচ্চমাধ্যমিক উত্তীর্ণ? তাহলে চাকরি এবার হাতের মুঠোয়! কর্মী নিয়োগ এইসব বিভাগে, দেখুন বিস্তারিত

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার রাজ্যের চাকরি (Job) প্রার্থীদের জন্য সুখবর। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলেই চাকরির (Job) সুযোগ জেলা স্বাস্থ্য দপ্তরে। সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনস্থ জেলা স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা হলেই এই পদে করা যাবে আবেদন। আবেদনকারীকে অবশ্যই স্থানীয় ভাষা ভালোভাবে বলতে জানতে হবে। আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনে ।

চাকরির (Job) সুযোগ জেলা স্বাস্থ্য দপ্তরে

• বিজ্ঞপ্তি নম্বর : DH&FWS/ASL/24-25/1262

✓ পদের নাম : Laboratory Technician

• শূন্য পদের সংখ্যা : ১টি শূন্য পদে এই নিয়োগ (Recruitment) করা হবে।

• শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম যে কোনও স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলে এই পদে আবেদন করা যাবে। এছাড়াও থাকতে হবে সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স সার্টিফিকেট। পাশাপাশি প্রার্থীর থাকতে হবে কম্পিউটার অপারেটিং সম্পর্কে সাধারণ জ্ঞান।

• মাসিক বেতন : প্রতিমাসে ২২ হাজার টাকা বেতন পাবেন এই পদে কর্মরত প্রার্থী।

• বয়সসীমা : ১৯ বছর থেকে ৪০ বছর বয়সের মধ্যে।

আরোও পড়ুন : অপা অতীত! হেডলাইন্সে ‘সঙ্গীতা সন্দীপ ভিলা’! কার সঙ্গে এখানে রাত কাটাতেন RG Kar’র প্রাক্তন অধ্যক্ষ?

✓ পদের নাম : TBHV

• শূন্য পদের সংখ্যা : ৩টি শূন্য পদে এই নিয়োগ করা হবে।

• শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে অনার্স সহ স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা আবেদনের যোগ্য। এছাড়াও প্রার্থীর থাকতে হবে সমকাজে ১ বছরের অভিজ্ঞতা। নূন্যতম ২ মাসের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকাও বাধ্যতামূলক।

• মাসিক বেতন : প্রতিমাসে ১৮ হাজার টাকা বেতন পাবেন এই পদে কর্মরত প্রার্থী।

• বয়সসীমা : ২১ বছর থেকে ৪০ বছর বয়সের মধ্যে।

আরোও পড়ুন : ‘রাণী’ ভক্তদের জন্য বড় চমক! আসন্ন মেগায় অভীকার বিপরীতে থাকছেন এই জনপ্রিয় নায়ক

✓ আবেদন পদ্ধতি : wbhealth.gov.in ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনে আবেদন জানাতে হবে প্রার্থীদের। সঠিক লিংকে ক্লিক করে পূরণ করতে হবে আবেদন পত্র। আবেদন মূল্য মিটিয়ে সাবমিট করতে হবে আবেদন পত্র।

✓ আবেদনমূল্য : অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা ও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা।

job candidates

✓ নিয়োগের স্থান : পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে।

✓ আবেদনের শেষ তারিখ : ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত আবেদনমূল্য মেটানো যাবে এবং আবেদন জানানো যাবে ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর