‘১৩ অগস্ট..,’ জ্যোতিপ্ৰিয়র মামলায় বিরাট আপডেট! রেশন দুর্নীতিতে ঘুরে গেল মোড়

বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি মামলায় আদালতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) মেডিক্যাল রিপোর্ট জমা করলেন প্রেসিডেন্সি জেলের মেডিক্যাল সুপার। বুধবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ওই স্বাস্থ্য রিপোর্ট জমা পড়ে।

রেশন দুর্নীতিতে জ্যোতিপ্ৰিয় মামলায় বড় আপডেট (Jyotipriya Mallick)

গত বছর অক্টোবর মাসে পুজোর পর পরই রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) ইডির (ED) হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। তারপর থেকে জেলেই দিন কাটছে তার। এদিকে জেলবন্দি দশায় বেশ কয়েকবার অসুস্থও হয়ে পড়েন জ্যোতিপ্ৰিয় ওরফে বালু। গত সপ্তাহেই ফের বেজায় অসুস্থ রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী।

এর আগের শুনানিতে জ্যোতিপ্রিয়র আইনজীবী আদালতে জানান, প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা মোটেও ভাল নেই। বহুদিন যাবৎ কিডনিজনিত সমস্যায় ভুগছেন তার মক্কেল। যার জন্য গত বছর চেন্নাইতে গিয়ে চিকিৎসা করানো হয়। তবে তারপর অক্টোবর থেকে আর কোনো পরীক্ষা হয়নি। তাই সেই অসুখ বর্তমানে কি অবস্থায় রয়েছে তা যাচাই করতে পরীক্ষা করানোর আবেদন জানান আইনজীবী।

বালুর আইনজীবীর সওয়াল ছিল, প্রয়োজনে যে কোনও চিকিৎসককে দিয়ে তার মক্কেলের কিডনির পরীক্ষা করানো হোক। ওদিকে ইডির আইনজীবী স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। ইডির দাবি ছিল, এর আগে জ্যোতিপ্ৰিয়র একাধিক বার শারীরিক পরীক্ষা হয়েছে। তবে কখনও চিকিৎসক কিডনি সংক্রান্ত পরীক্ষার কথা উল্লেখ করেননি। তাই আগে জেল কর্তৃপক্ষের কাছ থেকে অভিযুক্তর শারীরিক পরীক্ষার রিপোর্ট চাওয়া হোক।

jyotipriya mallick

আরও পড়ুন: সন্ধ্যায় ঝমঝমিয়ে! ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৮ জেলায়: আবহাওয়ার খবর

দু’পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারপতি ঘোষ দু’সপ্তাহের মধ্যে জ্যোতিপ্রিয়ের শারীরিক পরীক্ষা করিয়ে প্রেসিডেন্সি জেলের মেডিক্যাল সুপারকে সেই সংক্রান্ত রিপোর্ট জমার নির্দেশ দেন। সেই নির্দেশ মতোই এদিন রিপোর্ট জমা দিলেন মেডিক্যাল সুপার। আগামী ১৩ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর