বাংলাহান্ট ডেস্ক : প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। নাম দেখে নিয়েছেন অনেকেই। কিন্তু নিশ্চিন্ত হওয়ার জো এখনও নেই। এসআইআর (SIR) তালিকা থেকে এখনও নাম বাদ পড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এনুমারেশন ফর্ম যারা যারাই পূরণ করেছেন সকলেরই নাম খসড়া তালিকায় তুলে দেওয়া হয়েছে। কিন্তু এরপর থেকেই তালিকায় মূল ঝাড়াই বাছাই শুরু হবে।
এসআইআরে (SIR) মূল ঝাড়াই বাছাই শুরু
গত অক্টোবর মাসে এসআইআর এর দিন ঘোষণার সময় পর্যন্ত মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। এনুমারেশন ফর্মে শুধুমাত্র সই থাকলেই খসড়া ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, মঙ্গলবার প্রকাশিত খসড়া তালিকায় ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জনের। যদিও এরা সকলেই রাজ্যের বৈধ ভোটার কিনা তা নিয়ে এখনও নিশ্চিত নয় কমিশন।

কাদের ডাকা হবে শুনানিতে: নির্বাচন কমিশনের তরফে এর মধ্যে প্রায় দেড় কোটি রাজ্যবাসীকে চিহ্নিত করা হয়েছে। এই ভোটারদের তথ্য নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের। দরকার অনুযায়ী শুনানিতে (SIR) ডাকা হতে পারে। যাচাই করা হবে তথ্য, যদি কমিশন সন্তুষ্ট না হয় তাহলে শুনানিতে বাদও যেতে পারে নাম। কমিশন সূত্রে আগে জানা গিয়েছিল, এই ধরণের ভোটারের সংখ্যা প্রায় ২ কোটি। পরে অবশ্য কমিশন জানায়, এই সংখ্যাটি আগের তুলনায় কিছুটা কম। এও জানা যাচ্ছে, খসড়া তালিকার মধ্যে ৩০ লক্ষেরও বেশি ভোটারকে কমিশনের মুখোমুখি হতে হবে।
আরও পড়ুন : বেগুন অপছন্দ? শীতে বানান এই স্পেশাল পদ, খেতেই মন ভরে যাবে; রইল রেসিপি
নো ম্যাপিং তালিকায় কারা: জানা যাচ্ছে, এখনও পর্যন্ত প্রায় ৩০ লক্ষ ভোটারদের ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে কোনও লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি। তাঁদের সকলকেই ডাকা হবে শুনানির জন্য। এছাড়াও আরও ১ কোটির বেশি ভোটার রয়েছে কমিশনের সন্দেহের তালিকায়। খসড়া তালিকায় তাদের নাম থাকা সত্ত্বেও এনুমারেশন ফর্মে দেওয়া তথ্য সন্দেহজনক ঠেকছে কমিশনের।
আরও পড়ুন : খসড়া তালিকায় নাম উঠেছে, কিন্তু তথ্যে ভুল! বাড়িতে বসেই করুন সংশোধন
যদিও এদের সকলকেই যে শুনানিতে ডাকা হবে এমনটা নয়। শুনানি পর্বের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শুনানিতে যাদের ডাকা হবে, আগামী কয়েক দিন তাদের বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দেবেন বিএলওরা। কবে কোথায় শুনানির জন্য হাজিরা দিতে হবে সেটাও তারাই জানিয়ে দেবেন বলে খবর।












