বাংলা হান্ট ডেস্ক : সূর্যের প্রচন্ড দাবদাহে জ্বলছে কলকাতা৷ এরই মধ্যে গতকাল দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভয়াবহ ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও শহর কলকাতায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির (Thunderstorm with Rain) সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই একাধিক জায়গায় একাধিক সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। রাজ্যে ২০ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া দফতর জানিয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তার সাথে দোসর ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে৷
শহর কলকাতায় সকাল থেকে দিনভর গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বিকেলের দিকে
দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ঝড় ও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে। দিনের বেলা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দিনের বেলায় গরম বাড়বে, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী, কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ প্রায় সব জেলাতে বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝড়ও। তবে কোথায় ঝড় বেশি হতে পারে। আবার কোনও জেলাতে কম। কলকাতায় আগের দিনই প্রায় ৮৪ কিমি বেগে ঝড় হয়েছে। ফলে বৃহস্পতিবারও তা হতে পারে-এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather): আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এ বেশি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতেও বৃষ্টি বহাল থাকবে, চলবে ঝড়ের তান্ডব। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি গতিবেগ থাকবে।