চাঁদিফাটা গরমে ভিরমি খাচ্ছে পশ্চিমবঙ্গ! তাপমাত্রা বৃদ্ধির সঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই ৩ জেলায়, আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক : চৈত্র মাসে তাপমাত্রার পারদ ক্রমশ চড়েই যাচ্ছে। শরীর পুড়িয়ে দিচ্ছে রোদ। এপ্রিল মাসেই রেকর্ড গরম। সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ছুঁই ছুঁই। গত সাত বছরের মধ্যেই এটাই উষ্ণতম এপ্রিল, দাবি আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। ২০১৬ সালের পর এখনও পর্যন্ত চলতি এপ্রিল মাস সবথেকে উষ্ণ।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৯.৭°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৯.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৯৩%
বাতাস : ১০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬০%

কলকাতার আবহাওয়া : কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি।

Untitled design 2022 07 15T090100.263

উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আগেই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুস্ক আবহাওয়া থাকবে। আর কোথাও কোনও বর্ষণের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী চার পাঁচদিন উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি বাড়বে। বেশ কিছু জেলায় তাপপ্রবাহ চলতে পারে। মালদহ, জলপাইগুড়ি দুই দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে পাহাড়ের দুই জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিষ্ণুপুর, বাঁকুড়া, আসানসোল, বোলপুর,মুর্শিদাবাদের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির আশেপাশে পৌঁছে গিয়েছে। ১১ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জানিয়েছেন আবহাওয়াবিদরা। বাংলায় ছয় থেকে সাতটি জেলার তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।

আগামীকালের আবহাওয়া : সূর্যের তেজে পুড়ছে শহর কলকাতা। ঝকঝকে পরিষ্কার আকাশ। সাতটা বাজতে না বাজতেই রোদের দাপটে নাকাল শহরবাসী। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে কলকাতা শহরের জন্য এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। চার থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে।

Sudipto

সম্পর্কিত খবর