আবহাওয়ার তুমুল পরিবর্তনের পূর্বাভাস! যেকোনও মুহুর্তে অঝোরে নামবে বৃষ্টি, সতর্কতা ৯ জেলায়

বাংলা হান্ট ডেস্ক : কবে হবে বৃষ্টি? দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষজন কার্যত আকাশের দিকে তাকিয়ে বসে রয়েছে। ভারী বর্ষার মধ্যে দু এক ফোঁটা ঝড়লেও তা আবহাওয়াকে ঠান্ডা করতে অক্ষম। এর উপর দোসর হয়েছে সূর্যের প্রখর তেজ। মাঝে মধ্যেই প্রবল গরম রীতিমতো গলদঘর্ম করছে পশ্চিমবঙ্গবাসীর।

অপরদিকে বৃষ্টির কমতি নেই উত্তরবঙ্গ জুড়ে। কিন্তু বর্ষার শুরু থেকেই বৃষ্টি হাত কৃপণ দক্ষিণবঙ্গের প্রতি। আর কবে হবে হবে বৃষ্টি? কবেই বা দাপট দেখাতে শুরু করবে বর্ষা? এর উত্তর দিতে পারছে আলিপুর আবহাওয়া দফতরও। আপাতত এই রকম খামখেয়ালি আবহাওয়ার মধ্যেই বঙ্গবাসীকে থাকতে হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

তবে আশার কথা হল, এই প্রখর গরমের মধ্যেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় সামান্য বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে মানুষকে। তবে মুষলধারে বৃষ্টির সেই কি আদৌও পাবে দক্ষিণবঙ্গের মানুষ, তা নিশ্চিত করে বলতে পারে নি মৌসুম ভবন। আর এরই মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস।

weather 3

আবহবিদদের মতে, আর কিছুক্ষণের মধ্যেই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সমস্ত জেলাগুলিতেই প্রবল বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এছাড়াও আর ২-১ ঘণ্টার মধ্যে কলকাতা, সল্টলেক, হাওড়া, বালী, ডায়মন্ড হারবার, ক্যানিং, চন্দননগর, বসিরহাট, কল্যাণী, তমলুক, হলদিয়া, কাঁথি, দিঘা, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, কাটোয়া, পুরুলিয়া, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাত হওয়ারও সম্ভাবনা জারি হয়েছে এই জায়গাগুলিতে।

পশ্চিমবঙ্গে বর্ষার আগমন অনেক আগে হলেও, দক্ষিণবঙ্গের দিক থেকে কেমন যেন মুখ ঘুরিয়ে রেখেছে মৌসুমি বায়ু। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ কিছুটা হ্রাস পেলেও, গরম এখনো পুরোদমে রয়েছে। বৃষ্টি ছাড়া গরম কমার কোনও সুযোগ নেই বলেই মত আবহবিদদের।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর