বাংলা হান্ট ডেস্ক: দুর্যোগ থেকে রেহাই নেই। চলতি সপ্তাহে চলবে প্রকৃতির লীলা। গোটা বাংলা জুড়ে চলবে ঝড়-বৃষ্টি। এমনটাই ভয়ঙ্কর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। আবহাওয়ার লেটেস্ট আপডেট অনুযায়ী মঙ্গলবার সন্ধের পর ঝড়বৃষ্টি শুরু হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।
আগামী কয়েকদিন কলকাতাতেও আংশিক মেঘলা থাকবে আকাশ (Kolkata Weather)। মাঝে মাঝেই চলবে ঝড়-বৃষ্টি। কেবল দক্ষিণবঙ্গই নয়, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ রয়েছে। ওদিকে বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। এই দু’য়ের মিলিত প্রভাবে বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বাতাসের সঙ্গে বাংলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। জোড়া ফলায় বৃষ্টি চলছে।
হাওয়া অফিস জানাচ্ছে, আজ সন্ধের দিকে কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। আজ কম বেশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
এরপর বৃহস্পতি ও শুক্রবার অধিক বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। শনিবার ভিজবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়াও। এর পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। সপ্তাহন্তে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছবে ৩৬ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রিতে। আগামী দু-তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
আরও পড়ুন: মন্ত্রী চন্দ্রনাথকে ডেকে পাঠিয়েছে ED, তবে তার বদলে হাজিরা দেবেন অন্য কেউ… তুঙ্গে শোরগোল
এদিকে চলতি সপ্তাহে দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।