বাংলা হান্ট ডেস্ক: বর্ষা শুরু হয়েছে ঠিকই তবে দুই বঙ্গের চিত্রটা ভিন্ন। উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি, অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিললেও ভ্যাপসা গরম। যদিও গত কিছুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা হালকা বৃষ্টিতে ভিজেছে। তবে এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department) সূত্রে খবর, আজ থেকেই (South Bengal) ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণবর্ত থেকেই এই পরিস্থিতি বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
যার জেরে আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
আইএমডি জানিয়েছে, যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা উত্তর ওড়িশার পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যেতে পারে। ফলে সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে আগামী ২- ৩ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বহাল থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।
রবিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা,হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বললেই চলে।
অন্যদিকে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। আগামী তিন-চার দিন উত্তরবঙ্গের (North Bengal) উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বেশ কিছু জায়গায় ভারী এবং অতি ভারী বৃষ্টি হবে। গত কিছুদিন ধরে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। যার জেরে বহু জায়গায় বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কতা (Red Alert) জারি থাকবে। অন্যদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার-এই পাঁচ জেলায় আগামী ২৪ ঘণ্টা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পরবর্তী তিন দিন এই পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। জারি হয়েছে কড়া সতর্কতা।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, দিনের বাকি সময়ে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও দক্ষিণবঙ্গে একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আপাতত ৩-৪ দিন এই রকম পরিস্থিতি থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, (West Bengal Weather) ১৬ জুলাই রবিবার নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যে কারণে ওই দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্তিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে কলকাতা ও আশেপাশের এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে তাপ কিছুটা কমার পূর্বাভাস রয়েছে।