বাংলা হান্ট ডেস্ক: দু-তিন দিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলেছে। তবে এতে গরম কমার আশঙ্কা নেই। গত একমাস টানা বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলা। যদিও এবার দক্ষিণবঙ্গেরও (South Bengal) বাড়বে বর্ষণ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে। পাশাপাশি ২১ জুলাইও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস তরফে খবর, আগামী চার- পাঁচ দিন গোটা বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও এতে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে। কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে।
ভারী বর্ষণের কারণে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে উত্তরে পৌঁছেছে নবান্নের টিম। আবহাওয়া দফতর (Alipore weather department) জানিয়েছে, উত্রবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি পাঁচ জেলায় মাঝারি থেকে বৃষ্টিপাত হতে পারে।
আজ দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকু়ড়া, ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস। তবে রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।