কোনো রকমে সেরা দশে টিকে ‘মিঠাই’, সেরার সিংহাসন দখলের লড়াইয়ে অনুরাগের ছোঁয়া-জগদ্ধাত্রী

বাংলাহান্ট ডেস্ক: প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজোর মিলিত ছুটির জন‍্য এক দিন পিছিয়ে প্রকাশ‍্যে এল বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি (TRP) তালিকা। নতুন বছরের প্রথম মাসের শেষ টিআরপি চমকের কোনো কমতি রাখেনি। একদিকে যেমন একের পর এক নতুন সিরিয়াল টিআরপিতে এগিয়ে চলেছে, অন‍্যদিকে তেমনি পুরনো সিরিয়াল ক্রমেই পিছিয়ে পড়ছে তালিকায়।

বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলা সেরার সিংহাসন ছেড়ে নড়ার নামই করছে না স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। দুই মেয়ের দৌলতে সূর্য দীপার মিলন দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। সোনা রূপার মুখ চেয়ে দুজনের মান অভিমানের পর্ব মিটুক, এটাই কামনা অনুরাগের ছোঁয়া ভক্তদের। এ সপ্তাহে ৯.১ টিআরপি নিয়ে বাংলা সেরা হয়েছে এই সিরিয়াল।

serial trp
কয়েক পয়েন্ট কম হলেও পিছিয়ে নেই ‘জগদ্ধাত্রী’ও। পরপর উত্তেজক পর্ব তুলেছে ৮.৪ রেটিং। সূর্য দীপার পরেই দু নম্বরে রয়েছে জগদ্ধাত্রী স্বয়ম্ভূ। তৃতীয় স্থানও ধরে রেখেছে জি বাংলা। এই চ‍্যানেলের তুলনামূলক পুরনো সিরিয়াল ‘গৌরী এলো’ও একটানা ভাল টিআরপি তুলে চলেছে। ৭.৮ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভক্তিমূলক মেলোড্রামা গৌরী এলো।

চারে জি এর আরেক জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’। শ্বশুরবাড়ির অযৌক্তিক নিয়মের বিরুদ্ধে পর্ণার লড়াই বুঁদ করে রেখেছে দর্শকদের। টিআরপিও বাড়ছে চড়চড়িয়ে। এ সপ্তাহে এই সিরিয়ালের সংগ্রহে রয়েছে ৭.৬ নম্বর। পাঁচে যুগ্ম ভাবে জায়গা দখল করেছে স্টারের দুই সিরিয়াল বাংলা মিডিয়াম এবং পঞ্চমী।

trp serial
ষষ্ঠ স্থানেও একসঙ্গে দুটি সিরিয়াল জায়গা করে নিয়েছে। খেলনা বাড়ি এবং রাঙা বউ দুটি সিরিয়ালের দখলেই রয়েছে ৬.৯ পয়েন্ট। এ সপ্তাহে বড় চমক স্টারের এক্কা দোক্কা। ৬.৮ টিআরপি তুলে সাত নম্বরে উঠে এসেছে সিরিয়ালটি। অষ্টম স্থানে ওই চ‍্যানেলেরই বহুল চর্চিত সিরিয়াল গাঁটছড়া। শেষ হয়ে যাওয়ার গুঞ্জনের মাঝেই ৬.৬ পয়েন্ট তুলেছে ঋদ্ধি খড়ি রা।

নবম স্থানে ৬.৩ নম্ব‍র নিয়ে রয়েছে আলতা ফড়ি‌ং এবং হরগৌরী পাইস হোটেল। এবারে এক ধাক্কায় অনেকটা পয়েন্ট কমে গিয়েছে মিঠাই এর। মাত্র ৫.৯ পয়েন্ট নিয়ে সোজা দশ নম্বরে নেমে গিয়েছে মোদক পরিবার।

রইল সেরা দশের টিআরপি তালিকা-
অনুরাগের ছোঁয়া- ৯.১ (প্রথম)
জগদ্ধাত্রী- ৮.৪ (দ্বিতীয়)
গৌরী এলো- ৭.৮ (তৃতীয়)
নিম ফুলের মধু-  ৭.৬ (চতুর্থ)
বাংলা মিডিয়াম, পঞ্চমী- ৭.২ (পঞ্চম)
খেলনা বাড়ি, রাঙা বউ- ৬.৯ (ষষ্ঠ)
এক্কা দোক্কা- ৬.৮ (সপ্তম)
গাঁটছড়া- ৬.৬ (অষ্টম)
আলতা ফড়িং, হরগৌরী পাইস হোটেল- ৬.৩ (নবম)
মিঠাই- ৫.৯ (দশম)

Niranjana Nag

সম্পর্কিত খবর