‘CEO হলে…’, অভিষেক মামলায় বিরাট মন্তব্য হাইকোর্টের, ঠিক কী নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ?

বাংলাহান্ট ডেস্ক: অভিষেক মামলায় বিচারপতি কথা গুলোই যেন উঠে এল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে।
হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

বুধবার সেই মামলার শুনানিতেই একাধিকনার ডিভিশন বেঞ্চে প্রশ্নের মুখে পড়েন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এদিন কলকাতা হাই কোর্টের (Calcutta HC) ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে বিচারপতি সিনহার সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখে আদালত।

অভিষেকের আইনজীবীকে প্রশ্ন করে বিচারপতি বলেন, “ইডির সামনে নথি দিতে সমস্যা কোথায়”। প্রসঙ্গত, লিপস অ্য়ান্ড বাউন্ডসের সিইও যে অভিষেক তা তিনি নিজ মুখেই স্বীকার করেছিলেন। আর এই সংস্থা নিয়েই বিপাকে অভিষেক।

আরও পড়ুন: সাতসকালে নবান্নে তুমুল আতঙ্ক, ভয়ে কাঁটা কর্মী-আমলারা! মুখ্যমন্ত্রীর অফিসে কার ‘হানা’?

ডিভিশন বেঞ্চের প্রশ্ন, ” সিইও তিনিই হলে সম্পত্তির কথা জানাতে সমস্যা কোথায়?” বিচারপতি আরও জানান,”আপনার লুকনোর কিছু নেই। আপনি একজন সাংসদ। যদি আপনার বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে তথ্য সামনে আনা উচিত।”

high court

আরও পড়ুন: চলবে তুমুল বৃষ্টি, রাজ্যের ৮ জেলায় লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর

শুনানিতে অভিষেকের আইনজীবী জানান, ‘যে নথি চাওয়া হয়েছে, সেগুলি জমা দিতে ২ সপ্তাহ সময় চাই। ‘ এই কথা শুনে পাল্টা ডিভিশন বেঞ্চের মন্তব্য নথি দেওয়ার জন্য চাইলে, আরও ২ সপ্তাহ সময় দেওয়া যেতে পারে। ১২ অক্টোবর যান’। তবে অভিষেক মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশই রাখে হাইকোর্ট।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর