হাইকোর্টের নির্দেশে বাতিল প্রায় 5 লক্ষ OBC সার্টিফিকেট! আপনারটি বৈধ তো? কীভাবে বুঝবেন?

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা হাইকোর্ট (Highcourt) গতকাল ওবিসি (Other Backward Classes) সংক্রান্ত মামলায় বড় রায় দিয়েছে। এই রায়ের ফলে বড় ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, রাজ্যের পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হতে চলেছে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং রাজা শেখর মান্থারের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে গতকাল।

এর পাশাপাশি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নতুন ওবিসি তালিকা তৈরি করতে হবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন অ্যাক্ট (West Bengal Backward Class Welfare Commission Act) ১৯৯৩ অনুযায়ী। এমন অনেকে রয়েছেন যারা ওবিসিএস সার্টিফিকেট দিয়ে চাকরি সহ অন্যান্য সুযোগ-সুবিধা লাভ করছেন। সেক্ষেত্রে বড় সমস্যায় পড়বেন যারা এই তালিকায় রয়েছেন।

আরোও পড়ুন : কনফার্ম খবর! এবার হাওড়া, শিয়ালদায় মিলবে এই নতুন সুবিধা, রেলের উদ্যোগে কপাল খুলবে যাত্রীদের

কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, যে ওবিসি সার্টিফিকেটগুলি বাতিল করা হয়েছে সেগুলি পুরোপুরি নিয়ম মেনে তৈরি করা হয়নি। পাশাপাশি কলকাতা হাইকোর্ট এও জানিয়েছে, এই ওবিসি সার্টিফিকেটগুলির ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের উপর হাইকোর্টের এই নির্দেশ প্রভাব ফেলবে না।

আরোও পড়ুন : সুপ্রিম কোর্টে চলছে মামলা, এরই মাঝে SSC নিয়ে বিরাট আপডেট, কী জানা যাচ্ছে?

সেক্ষেত্রে নতুন তালিকা বিধানসভায় পেশ করা হবে এবং সেটি অনুমোদনের ভিত্তিতে তৈরি হবে নতুন ওবিসি তালিকা। এবার প্রশ্ন হল আপনার যদি ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে কীভাবে বুঝবেন যে আপনার সার্টিফিকেট বৈধ কিনা? এক্ষেত্রে খুব সহজ একটি পন্থা রয়েছে। কলকাতা হাইকোর্ট খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে কোন ওবিসি সার্টিফিকেটগুলো বৈধ এবং কোনগুলো অবৈধ।

Calcutta High Court cancels all OBC certificates of West Bengal after 2010

কলকাতা হাইকোর্ট বুধবার জানিয়েছে, ২০১০ সালের আগে পর্যন্ত যে ওবিসি সার্টিফিকেটগুলি তৈরি হয়েছে সেগুলি বৈধ। অর্থাৎ ২০১০ সালের পর থেকে যে ওবিসি সার্টিফিকেটগুলি তৈরি করা হয়েছে সেগুলি অবৈধ হিসাবে বিবেচিত করা হবে। ২০১০ সালের পর যে অবৈধ ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে সেগুলি সম্পূর্ণ নিয়ম মেনে করা হয়নি।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর