‘নাম্বার ওনার হাতে, সব মুখ্যমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছি”, দাবি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর

বাংলাহান্ট ডেস্ক : আজ থেকে শুরু হয়েছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination)। রাস্তাঘাটে যানবাহন পরিষেবা স্বাভাবিক রাখতে উদ্যোগী প্রশাসন। অন্যদিকে চুরি রুখতে বিশেষ উদ্যোগ নিতে দেখা গেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। এ বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা করোনার জন্য তাদের মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে কাজ করছে টেনশন। এরই মধ্যে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী জানালেন যে তিনি সবকিছু ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর উপরে!

কলকাতার (Kolkata) বিভিন্ন স্কুলে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা সকলেই একটি বিষয়ে একমত। তাদের প্রায় সবারই বক্তব্য যে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha) দেওয়ার অভিজ্ঞতা না থাকার কারণে তাদের উপর সৃষ্টি হয়েছে বিশেষ চাপ। এরই মধ্যে এক পরীক্ষার্থীর বক্তব্য, “ভয় লাগছে খুব। রীতিমতো টেনশনে কাঁপছি। প্রশ্ন একটু সহজ হবে আশা করি। ওঁর উপর ছেড়ে দিয়েছি সব। ওঁর হাতেই মার্কস রয়েছে।”

   

কিন্তু এখানে প্রশ্ন হল যে এই ‘ও’টা কে? পরীক্ষার্থীর জবাব, ইনি হলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) আজ বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে উৎসাহ দেন পরীক্ষার্থীদের। ফিরহাদ হাকিম বলেন, উৎসাহ দিলে ওদের মনোবল বাড়বে। এটা ওদের ব্রেকিং পয়েন্ট। এরপর যে যার ফিল্ডে চলে যাবে। জীবন চেঞ্জিং এর টাইম এই পরীক্ষা। তাই ওদের একটু শুভেচ্ছা জানালাম।

HS

এ বছর বেশ কড়াকড়ি করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তায়। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে করা হচ্ছে তল্লাশি। মোবাইল নিয়ে ঢোকার ক্ষেত্রেও রয়েছে করা বিধি নিষেধ। বিশেষ নজর দেওয়া হয়েছে ট্রেন ও মেট্রো চলাচলে। জানা গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ১০ মিনিট অন্তর চলবে মেট্রো ও অতিরিক্ত কিছু স্টেশনে দাঁড়াবে লোকাল ট্রেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর