উচ্চমাধ্যমিকে ফেল করায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে ঝলসে গেল দুই পড়ুয়া

বাংলা হান্ট ডেস্কঃ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর বেশ কিছু সমালোচনা হলেও ১০০% ছাত্র-ছাত্রী পাশ করায় আশা ছিল উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও তেমনটাই হবে। কিন্তু এক্ষেত্রে অবশ্য তেমনটা হয়নি, পাশ করেছে ৯৭ শতাংশের কিছু বেশি ছাত্র-ছাত্রী। তারপর থেকেই বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে বিক্ষোভ। ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকা অনেকেই সামিল হয়েছেন এ ধরনের বিক্ষোভে। তাদের দাবি, ছাত্র-ছাত্রীরা যেহেতু পরীক্ষা দিতে পারেনি তাই পরীক্ষা না নিয়েই ফেল করানো যায় কিভাবে? আবার যারা পাশ করেছে তাদের মধ্যেও প্রত্যাশা মত নাম্বার পায়নি অনেকেই। তা নিয়েও রয়েছে বিক্ষোভ।

এবার এমনই ঘটনা সামনে এলো মুর্শিদাবাদের হরিহরপাড়া ও মহিষমারা থেকে। বিক্ষোভ করতে গিয়ে রীতীমতো আহত হল দুই ছাত্র। একজনকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। সূত্রের খবর অনুযায়ী, এলাকার সরবপুর উচ্চ মাধ্যমিক স্কুল থেকে এবার পরীক্ষার্থী ছিল ১৮০ জন। তার মধ্যে ১০০ জন পরীক্ষার্থী পাশ করলেও ৮০ জন পরীক্ষার্থীই ফেল করেছে। শুধু তাই নয় যে ১০০ জন পরীক্ষার্থী পাশ করেছে তাদেরও অনেকেরই নম্বর মনমত হয়নি।

   

সেই সূত্র ধরেই শনিবার ছাত্র-ছাত্রীদের স্কুলে ডেকেছিলেন প্রধান শিক্ষক। ছাত্র-ছাত্রীদের দাবি, তিনি তাদের পরবর্তীকালে আরও ভালো করে পড়াশোনা করার জন্যই পরামর্শ দেন। কিন্তু এই পরামর্শ মানতে পারেনি ছাত্রছাত্রীরা। যার জেরে স্কুলের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। সেই আগুন থেকে এসেই আহত হয় দুজন ছাত্র। বসির শেখ নামের এক ছাত্রকে ইতিমধ্যেই ভর্তি করতে হয়েছে হরিহরপাড়া হাসপাতালে।

মুর্শিদাবাদের আরেকটি স্কুল মহিষমারার ঘোড়ামারা উচ্চ বিদ্যালয়েও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার এই স্কুল থেকে উচ্চমাধ্যমিক দিয়েছিল ১৬১ জন ছাত্র-ছাত্রী। পাশ করানো হয়েছে মাত্র ৭৪ জনকে। যার জেরে শিক্ষক-শিক্ষিকাদের উপর মত আক্রমণাত্মক হয়ে পড়ে ছাত্রছাত্রীরা। স্কুলে তালা বন্দি করে রাখা হয় প্রধান শিক্ষককে। ইতিমধ্যেই জেলাশাসককে জানানো হয়েছে এই খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর