বিনামূল্যে মিলবে সব বই! কবে পাবেন পড়ুয়ারা? শিক্ষা সংসদের আপডেটে খুশি সকলে

বাংলা হান্ট ডেস্কঃ সিলেবাস থেকে পরীক্ষা পদ্ধতি, সব কিছুতেই আমূল পরিবর্তন। এবার থেকে উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা হবে দুটো সিমেস্টারে। প্রথম সিমেস্টার নেওয়া হবে নভেম্বরে, যা হবে OMR শিটে, আর দ্বিতীয়টি হবে মার্চে। পাশাপাশি এই বছর থেকে উচ্চমাধ্যমিক স্তরের পড়াশুনা শুরু হতে চলেছে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী।

এতদিন পর্যন্ত বছরে একবার পরীক্ষা নেওয়া হলেও এবার থেকে বছরে ২ বার হবে উচ্চমাধ্যমিক। জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে রাজ্য শিক্ষানীতির সুপারিশে এ রাজ্যেই প্রথম এই পদ্ধতিতে হবে উচ্চমাধ্যমিক। জানা এবার যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে উঠল তাদের বছরের নভেম্বর এবং ২৫ সালের মার্চে হবে ২টি সিমেস্টার। যা নেবে স্কুল।

   

২০২৫ সালের নভেম্বেরে উচ্চ মাধ্যমিকের প্রথম সিমেস্টার এবং ২৬-এর মার্চে দ্বাদশের দ্বিতীয় সিমেস্টার। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে এমনটাই খবর। ওদিকে সিলেবাসের আমূল পরিবর্তন হচ্ছে। ইতিমধ্যেই কাউন্সিলের তরফে একটি নোটিশ জারি করে জানানো হয়েছে, সমস্ত বিষয়, এবং বিশেষ করে ল্যাঙ্গোয়েজের সিলেবাস পুঙ্খানুপুঙ্খভাবে সংশোধন করা হবে। প্রায় ১১ বছর পরে এমনটা হচ্ছে।

পশ্চিমবঙ্গ সরকার নতুন সিলেবাসের ভিত্তিতে ল্যাঙ্গোয়েজের (language Textbooks) পাঠ্যপুস্তক ছাপার কাজটি যৌথভাবে করছে WBTBC এবং সরস্বতী প্রেস। বিনামূল্যেই এই সব বই সব পড়ুয়াদেরর মধ্যে বিতরণ করা হবে। তবে এত সংখ্যায় যেহেতু বই ছাপাতে হচ্ছে তাই এর জন্য একটু সময় চেয়ে নিয়েছে কাউন্সিল। যত দ্রুত সম্ভব এই কাজটি করার দিকে নজর রাখছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টও (SED)।

hs 2

আরও পড়ুন: তৃণমূলকে টপকে বাজিমাত করবে BJP? মিলে যাবে বুথ ফেরত সমীক্ষা? বিরাট কথা বলে দিলেন কুণাল

গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী ১০ জুন থেকে ফের স্কুলগুলিতে ক্লাস শুরু হবে। ইতিমধ্যেই কাউন্সিলের ওয়েবসাইটে সমস্ত ভাষার পেপারের পাঠ্য আপলোড করা হয়েছে ওয়েবসাইটে। যতদিন না সকল পড়ুয়ারা বই হাতে পাচ্ছেন, ততদিনের জন্য কাউন্সিলের ওয়েবসাইটে টেক্সট-কন্টেন্ট আপলোড করা হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর