ভোট যুদ্ধে হিমাচল! ৬৮টি আসনে ৫৫ লক্ষ মানুষের হাতে শৈল শহরের ভাগ্য পরীক্ষা আজই

বাংলাহান্ট ডেস্ক : হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে (Himachal Pradesh Election 2022) আজ ভোটগ্রহণের প্রথম দিন। আগামী ৫ বছর কাদের ক্ষমতা থাকবে? আজ ভাগ্য নির্ধারণ করবে ৫৫ লক্ষ ভোটার। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব। এবার এক দফায় ৬৮টি আসনে অনুষ্ঠিত নির্বাচনে ৪১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৮ ডিসেম্বর নির্বাচনের ফল প্রকাশ হবে। রাজ্যে মোট ৫৫,৯২,৮২৮ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২৮,৫৪,৯৪৫ এবং মহিলা ভোটার ২৭,৩৭,৮৪৫। এছাড়া মোট ৩৮ জন তৃতীয় লিঙ্গ ভোট আছে।

জানা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda) পরিবারের সঙ্গে ভোট দেবেন। হিমাচল প্রদেশের বিলাসপুরের (Bilaspur) বিজয়পুর ভোট কেন্দ্রে সকাল ১০টায় ভোট দেবেন তাঁরা। নির্বাচনের তারকা প্রার্থীদের মধ্যে আছেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং ও বিজেপির প্রাক্তন প্রধান সতপাল সিং সাত্তি।

হিমাচল প্রদেশের ৬৮টি বিধানসভা আসনে ভোট হচ্ছে। রাজ্য জুড়ে ৭,৮৮৪ টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এবার হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে ৪১২ জন প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থী ২৪ জন। এর আগে, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে ১৯ জন মহিলা প্রার্থী ছিলেন। ২০১২ সালে, ৩৪ জন মহিলা প্রার্থী ছিলেন।

ভোটের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। হিমাচলের ১৫,২৫৬ ফুট উচ্চতায় পোলিং বুথও তৈরি করেছে। লাহৌল-স্পিতি জেলার স্পিতি এলাকার তাশিগাং, কাজায় সবচেয়ে উঁচু বুথ স্থাপন করা হয়েছে, যেখানে ৫২ জন ভোটার ভোট দেবেন।

হিমাচল নির্বাচন নিয়ে কোমর বেঁধে প্রচার চালিয়েছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একাধিক প্রতিশ্রুতি সহ বারবার ছুটে গেছেন হিমাচলপ্রদেশে। বিজেপির বিপরীতে প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে আম আদমি পার্টি। তবে বিজেপি বনাম কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। আগামী আরও পাঁচ বছর ক্ষমতার রাশ নিজের ধরে রাখতে মরিয়া বিজেপি। হিমাচলের পর নির্বাচন গুজরাতে।

Sudipto

সম্পর্কিত খবর