জনপ্রিয় পঞ্জাবি গানে জমিয়ে নাচলেন হিমাংশি খুরানা, মুহূর্তে ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বিগ বস ১৩র অন্যতম জুটি ছিলেন আসিম রিয়াজ ও হিমাংশি খুরানা (himanshi khurana)। দর্শকদের খুবই পছন্দের ছিল এই জুটি। বিগ বসের ঘরেও দুজনের রসায়ন আলাদা করে নজর কেড়েছিল। তবে এখন তাদের খুব একটা একসঙ্গে দেখা না গেলেও হিমাংশি যে দিব‍্যি নিজের মতো সময় কাটাচ্ছেন তা তার ইনস্টা হ‍্যান্ডেলে উঁকি মারলেই বোঝা যায়।

himanshi khurana 1200 1
এই লকডাউনে সবার মতো বাড়িতেই বন্দি হয়ে রয়েছেন হিমাংশি। হাতে রয়েছে অঢেল সময়। তবে ফাঁকা সময়টা উপভোগ করছেন নিজের মতো কাজ করে। কখনো তিনি ছবি আঁকছেন তো কখনো রান্না করছেন।

https://www.instagram.com/p/B-WtoIPgIfH/?igshid=1e71d6xt405ec

https://www.instagram.com/p/B932Iv6hPRN/?igshid=1ecrr0jag4whd

এর মধ‍্যেই চলছে নাচের প্র‍্যাকটিস। আর এবার বেশ কয়েকটি নাচের ভিডিও শেয়ার করেছেন হিমাংশি। কিছুদিন আগেই বাদশার ‘গেন্দা ফুল’ গানে নেচেছিলেন তিনি। এবারে একটি পাঞ্জাবি গানের তালে পা মেলাতে দেখা গেল অভিনেত্রীকে। হিমাংশি যে নাচতে বেশ ভালবাসেন তা তার ইনস্টা পোস্ট দেখলেই বোঝা যায়।

https://www.instagram.com/p/B-htgRgAQrL/?igshid=25yu6n19uhym

https://www.instagram.com/p/B-aFVgoBi1Y/?igshid=mind12tsdo9q

প্রসঙ্গত, এর আগে একটি মিউজিক ভিডিওতে একত্রে দেখা গিয়েছিল হিমাংশি ও আসিম রিয়াজকে। মিউজিক ভিডিওটির গান গেয়েছেন নেহা কক্কর। নেহার আগামী মিউজিক ভিডিওতে দেখা যেতে চলেছে আসিম রিয়াজ ও হিমাংশি খুরানাকে। মিউজিক ভিডিওটির নাম কাল্লা সোহনা নাই।

https://www.instagram.com/p/B_FC1KrAHaI/?igshid=yp086bg4hvxd

তবে সম্প্রতি শোনা যাচ্ছে, আসিমের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে হিমাংশির। কিন্তু এই বিষয়ে হিমাংশি বা আসিম কেউই মুখ খোলেননি।

Niranjana Nag

সম্পর্কিত খবর