জটা, দাঁড়ি কেটে নেয় দুষ্কৃতীরা! পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হিন্দু ধর্মগুরু

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দুষ্কৃতী হামলার মুখে পড়েছিলেন হিন্দু ধর্মগুরু ও সন্ন্যাসী হিরণ্ময় গোস্বামী মহারাজ। গত সোমবার এই ঘটনা ঘটে। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার সেই ধর্মগুরুই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে উচ্চ আদালতে গিয়েছেন তিনি।

মামলা দায়েরের অনুমতি মিলল (Calcutta High Court)?

গত সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ১ নম্বর ব্লকের রঘুনাথপুরে দুষ্কৃতী হামলার মুখে পড়েন সন্ন্যাসী হিরণ্ময় গোস্বামী মহারাজ। তাঁকে মারধর করার পাশাপাশি জটা, চুল, দাঁড়ি কেটে নেওয়ার অভিযোগ ওঠে। এবার তিনিই আইনজীবী মারফৎ পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন।

তমলুক আশ্রমের এই সন্ন্যাসী বলেন, সম্প্রতি শক্তিপদ মান্না নামের একজন ভক্তের ডাকে ঘাটালের রঘুনাথপুর গিয়েছিলেন তিনি। সেখানে কয়েকদিন ধরে ব্রাহ্মণ ভোজন, নাম সংকীর্তন চলছিল। গত সোমবার সন্ধ্যায় ভগবত গীতা পাঠের পর এক শিষ্যের সঙ্গে গ্রাম ঘুরতে বেরোন সন্ন্যাসী হিরণ্ময় গোস্বামী মহারাজ। সেই সময় দুষ্কৃতী হামলার শিকার হন বলে অভিযোগ।

আরও পড়ুনঃ সুপ্রিম-রায়ে চাকরিহারা! স্কুল ছাড়ছেন একাধিক শিক্ষক! জোর বিপাকে রাজ্যের ‘এই’ সকল স্কুল

এই ঘটনায় হিন্দু ধর্মগুরুর অভিযোগ, আদালতের নির্দেশ মতো পুলিশি সুরক্ষা চেয়ে থানায় গেলেও তাঁকে নিরাপত্তা দেওয়া হয়নি। এরপরেই একদল দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায়। সম্পূর্ণ ঘটনার তদন্তের পাশাপাশি নিরাপত্তার দাবি জানিয়েছেন সন্ন্যাসী হিরণ্ময় গোস্বামী মহারাজ।

Calcutta High Court

আদালত (Calcutta High Court) সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই মামলা গ্রহণ করা হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা গ্রহণ করেছেন। আগামী মঙ্গলবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।

উল্লেখ্য, সন্ন্যাসী হিরণ্ময় গোস্বামী মহারাজ আক্রান্ত হতেই ফুঁসে উঠেছিলেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর উদাহরণ টেনে লিখেছেন, ওপারে প্রভু চিন্ময়, এপারে প্রভু হিরন্ময়! ওপার বাংলার মতো পশ্চিমবঙ্গের বুকেও জেহাদিদের দাপট বেড়েছে বলে দাবি করেছিলেন তিনি। এবার সেই হিন্দু ধর্মগুরুই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন। আগামী ৮ এপ্রিল মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X