বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) ফের বর্বরোচিত ঘটনা। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় ধর্মীয় অবমাননার অভিযোগে একজন হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়। মূলত, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা শেখ হাসিনা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান নেতা শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর সামনে আসার পরেই বাংলাদেশ অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। এমনকি, উত্তেজনার হাত থেকে রেহাই পায় না বাংলাদেশের প্রথম সারির দুই সংবাদপত্র ‘প্রথম আলো’ এবং ‘দ্যা ডেইলি স্টার’-এর কার্যালয়ও। ওই দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুরের পরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এদিকে, চট্টগ্রামে ভারতীয়দূতাবাসকে লক্ষ্য করে দিল ছোঁড়ার অভিযোগও উঠেছে।
বাংলাদেশে (Bangladesh) ফের বর্বরোচিত ঘটনা:
বিবিসি বাংলার রিপোর্ট অনুসারে, ময়মনসিংহ জেলায় এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দীপু চন্দ্র দাস নামে ওই যুবক একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। তাঁর বিরুদ্ধে স্থানীয়রা নবী মুহাম্মদ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ এনেছেন।

নৃশংস ঘটনা: আধিকারিকরা জানিয়েছেন যে, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে, উত্তেজিত জনতারা দীপু চন্দ্র দাসের ওপর আক্রমণ করে এবং তাঁকে পিটিয়ে হত্যা করে। ঘটনার এখানেই শেষ হয়নি। দীপুর মৃতদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: ৩০০ দিনের ভ্যালিডিটি! মিলবে আনলিমিটেড ডেটা-কলিং, স্বল্পমূল্যে দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান নিয়ে এল BSNL
পুলিশ এই ঘটনায় কোনও মামলা দায়ের করেনি: সবথেকে অবাক করা বিষয় হল, এই নৃশংস হত্যাকাণ্ডের পরে এখনও কোনও মামলা দায়ের করা হয়নি। পুলিশ জানিয়েছে যে তারা, মৃতের পরিবারের খোঁজে অনুসন্ধান চালাচ্ছে এবং অভিযোগ দায়েরের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: বাংলা হান্ট-এর সাক্ষাৎকারে সৌরভের সমালোচনা! মেসি ভক্তের বিরুদ্ধে ৫০ কোটির মানহানির মামলা মহারাজের
উল্লেখ্য যে, গোট বৃহস্পতিবার সিঙ্গাপুরে ভারতবিরোধী নেতা এবং কট্টরপন্থী দল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর বাংলাদেশে হিংসাত্মক বিক্ষোভ শুরু হয়। সেই আবহেই গণপিটুনিতে সংখ্যালঘু হিন্দুর মৃত্যুর ঘটনা ঘটল। গত ১২ ডিসেম্বর ঢাকায় মোটর সাইকেলে চেপে আততায়ীরা হাদিকে গুলি করে। সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।












