রামনবমীতে হিংসার পর এখনো থমথমে এলাকা! বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন হিন্দুরা

বাংলা হান্ট ডেস্ক : গত শুক্রবার থেকে সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতার ঘটনায় উত্তপ্ত বিহারের সাসারাম (Sasaram, Bihar)। এই পরিপ্রেক্ষিতে অমিত শাহের রাজ্য সফর পিছিয়ে দিল বিজেপি। এদিকে বিহার বিজেপির (BJP) রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যর্থ হওয়ার জন্য রাজ্য সরকারকে দায়ী করেছেন। এদিকে পুলিস এই ঘটনা প্রসঙ্গে জানায়, ‘অভিযোগ উঠেছে যে হিন্দুরা নাকি এলাকা ছেড়ে পালাচ্ছে। এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন।’

সাসারাম সহ বেশ কয়েকটি জায়গা বৃহস্পতিবারের পর ফের নতুন করে হিংসা দেখা গিয়েছে। অশান্তি রুখতে জারি করা হয়েছে ১৪৪ ধরা। এই নিয়ে বিজেপির তরফে জানানো হয়েছে, রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে সাসারামে। এর জেরে জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই আবহে বড় ধরনের সভা ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে। তবে আগামীতে বিহারের সাসারাম জেলায় অমিত শাহ যাবেন বলে জানিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব।

   

bihar 4
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রামনবমীকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে নালন্দা জেলার বিহার শরিফ শহর এবং সাসারাম জেলার রোহতাস। সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। জানা গিয়েছে, বিহার শরিফের লাহেরি থানা এলাকার গগন দিওয়ান নামক পাড়ায় রামনবমী উপলক্ষে একটি মিছিল বের করে বজরং দল। সেই সময় অন্য গোষ্ঠী মিছিলে পাথর ছোড়ে বলে অভিযোগ। এরপর শুক্রবার পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ। নতুন করে রবিবারও সংঘর্ষ দেখা দেয় এই সব এলাকায়।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। পাশাপাশি ভুয়ো খবর ছড়ানো রুখতে এবং অশান্তি ঠেকাতে নালন্দা এবং সাসারাম সহ বিহারের একাধিক জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিতে জখম বেশ কয়েকজনকে হাসপাতালে ভরতি করা হয়।

এর মধ্যে আজ সকালে এক নাবালকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে নালন্দা ও সাসারামের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বিহার পুলিস অনেকজনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর