বাংলাহান্ট ডেস্ক: খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) নাকি তৃণমূলে যোগ দিতে চলেছেন। গত এক বছরে এমন জল্পনা বহুবার উঠেছে। কিন্তু কিছুদিন আগে তৃণমূলের অফিসে হিরণের বসে থাকার ছবি ভাইরাল হওয়ার দাবি ওঠে। এতদিন আকারে ইঙ্গিতে বিজেপিতে থাকার কথা বললেও শনিবার সাংবাদিক বৈঠক করে হিরণ স্পষ্ট করে দেন, ছবিটি বিকৃত করে ভাইরাল করা হয়েছে। তিনি বিজেপিতেই আছেন এবং থাকবেন।
২০২১ সালে ঘটা করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন হিরণ। তার আগে দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে থেকেছেন তিনি। এদিন সাংবাদিক বৈঠকে বিজেপি বিধায়ক বলেন, গত দু বছর ধরে কলকাতার সব সুযোগ সুবিধা ছেড়ে তিনি খড়গপুরে পড়ে রয়েছেন। হয় বিশ্ব হিন্দু পরিষদে, নয়তো কোনো ছোট বাড়ি ভাড়া করে থাকেন।
এমনকি কলকাতাতেও আরবানায় নাকি ভাড়া বাড়িতে থাকেন বলে মন্তব্য করেন হিরণ। এত বছর ধরে তৃণমূলে থেকেছেন তিনি। কিন্তু তাঁর সম্পত্তি কানাকড়িও বাড়েনি। কিন্তু পশ্চিমবঙ্গের সুপারস্টার অভিনেতারা এনামুল হকের টাকায় সিনেমা বানান। তাদের পেন্টহাউস রয়েছে, আরো কত বাংলো রয়েছে, গাড়ি রয়েছে। কিন্তু তিনি এখনো ভাড়া বাড়িতেই থাকেন। দশ বছরের পুরনো গাড়িতে চড়েন।
অনেকেই মনে করছেন, নাম না করে তৃণমূলের অভিনেতা সাংসদ দেবকে কটাক্ষ করেছেন হিরণ। এর আগে দুজনের বাকযুদ্ধ সংবাদ শিরোনামে থেকেছে দীর্ঘদিন। ঘাটালের বন্যা পরিস্থিতির প্রসঙ্গ তুলে বিজেপি বিধায়ক বলেছিলেন, ঘাটালের মানুষ বন্যায় ভাসে আর সাংসদ বান্ধবীকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে যান! পালটা উত্তর দিয়েছিলেন দেবও। এবারেও পরোক্ষে তিনি তৃণমূল সাংসদকেই কটাক্ষ করেছেন বলে মত রাজনৈতিক মহলের।
হিরণ এদিন আরো বলেন, তৃণমূলের যারা গার্লফ্রেন্ড, ‘কোটি কোটি টাকা সহ ধরা পড়েছেন তাদের সম্পত্তি দেখুন আর আমার দেখুন। আমি ২০১৪ থেকে তৃণমূলে সক্রিয় রাজনীতি করেছি। আমার নমিনেশন করা আছে, এফিডেভিট করা আছে। সেখানে দেখবেন আমার টালিগঞ্জের ফ্ল্যাটটা পর্যন্ত বিক্রি করতে হয়েছে সিনেমা বন্ধ করে দেওয়ার জন্য, খড়গপুরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সামনের নির্বাচনে দেখবেন ওই ফ্ল্যাটটা নেই। আরটিআই করে, এফিডেভিট দেখে তারপর এ ধরণের প্রশ্ন করবেন’।