বাংলা হান্ট ডেস্ক: ২০০৮ সালে, বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে ভারতীয় দল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতেছিল। এটা নিয়ে মাত্র দ্বিতীয়বার ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়ন হয়। পাশাপাশি, সেই দল থেকে বিরাট কোহলির পাশাপাশি রবীন্দ্র জাদেজা, মনীশ পান্ডে এবং সৌরভ তিওয়ারির মতো খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের নাম তৈরি করেছেন।
পাশাপাশি, ওই টিমে অজিতেশ আর্গালও অন্তর্ভুক্ত ছিলেন। যিনি ২০০৮-এর ওই বিশ্বকাপের ফাইনালে মাত্র ৭ রানের বিনিমিয়ে ২ টি উইকেট নিয়েছিলেন এবং ভারতকে ট্রফি জিততে সাহায্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। পাশাপাশি, অজিতেশ IPL ২০০৮-এ পাঞ্জাব কিংসের সাথেও যুক্ত হন। কিন্তু, তারপরেই তিনি কার্যত হারিয়ে যান।
অজিতেশ আয়কর অফিসার হন: জানিয়ে রাখি যে, ২০০৮ সালের IPL-এ পাঞ্জাব কিংসের হয়ে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি। ঠিক তার পরে অজিতেশ স্পোর্টস কোটা থেকে আয়কর অফিসার হন। এখন অজিতেশ, বহু বছর ধরে আয়কর বিভাগের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, তিনি ক্রিকেটেও প্রত্যাবর্তন করছেন। তবে, তাঁর প্রত্যাবর্তন একজন খেলোয়াড় হিসেবে হয়নি। বরং, হয়েছে একজন আম্পায়ার হিসেবে।
আরও পড়ুন: বিতর্কের মাঝেও উদারতার নজির দিল্লির! মলদ্বীপে সর্বোচ্চ পরিমাণে অত্যাবশ্যকীয় পণ্য রপ্তানি করল ভারত
অজিতেশ মূলত মধ্যপ্রদেশের বাসিন্দা। তিনি আম্পায়ারিংয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি ছাড়াও ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ দলের আরেক সদস্য তন্ময় শ্রীবাস্তবও আম্পায়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এমতাবস্থায়, অজিতেশ এবং তন্ময় অগাস্টে অনুষ্ঠিত হতে চলা BCCI-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং সেমিনারে যোগ দেবেন বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: ফের সস্তা হল পেট্রোল-ডিজেল, একাধিক রাজ্যে কমল দাম, প্রতি লিটার মিলছে এত টাকায়
২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের নায়ক: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত ও দক্ষিণ আফ্রিকা একে অপরের মুখোমুখি হয়েছিল। প্রথমে খেলতে নেমে ভারতীয় দল মাত্র ১৫৯ রানে গুটিয়ে যায়। কিন্তু ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারত সেই ম্যাচে ১২ রানে জিতেছিল। ওই গুরুত্বপূর্ণ ম্যাচে অজিতেশ ৫ ওভারে মাত্র ৭ রান দিয়ে ২ উইকেট নেন। এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি “প্লেয়ার অফ দ্য ম্যাচ”-এর পুরস্কারও পান।