ভাইরাল খবর, হরিয়ানার এক কৃষক শুখবির সিং একটি মোষ (Buffalo) রেকর্ড দামে বিক্রি হল, যেটা এখনো পর্যন্ত বিশ্ব রেকর্ড (World Record) বলা চলে। শুখবির নিজের এই মোষ ৫১ লক্ষ টাকায় বিক্রি করেন। যেটা এখনো পর্যন্ত বিশ্ব সেরা।
শুখবির বলেন, সে নিজের এই মোষ বিক্রি করতে চাইছিলেন না কিন্তু প্রতিবেশীর দুটি মোষ চুরি যাওয়ার পর নিজের মোষ চুরি হয়ে যাওয়ার ভয়ে সে এই মোষটিকে বিক্রি করতে বাধ্য হয়। শুখবিরের মোষের নাম সরস্বতী, আর এই মোষ গত বছর ২৯.৩১ কিলো দুধ একদিকে দিয়ে হরিয়ানার হিসারে প্রথম পুরস্কার জিতেছিল। অনেক প্রতিযোগী মোষই নিজের জলবা দেখিয়েছিল, কিন্তু সরস্বতীর সাথে কেউ টেক্কা পায়নি।
মোষটি বিক্রি করার আগে কৃষক সমারোহ এর আয়োজন করা হয়েছিল, যেখানে হিসার ছাড়া রাজস্থান, উত্তর প্রদেশ আর পাঞ্জাবের প্রায় ৭০০ জন কৃষক অংশগ্রহণ করেছিল। শুখবির বলেন, সে সরস্বতীকে এক লক্ষ ৩০ হাজার টাকায় কিনেছিল। প্রায় চার বছর ধরে সরস্বতীকে লালন পালন করছিল সে। এই চার বছরে সরস্বতী অনেক বাচ্চার জন্ম দিয়েছে। শুখবির সরস্বতীর দুধ বিক্রি করে মাসে প্রায় এক লক্ষ টাকা করে কামাচ্ছে।
৩৩.১৩১ কেজি দুধ দিয়ে নিজের নামে বিশ্বরেকর্ড করেছিল। আর এই রেকর্ডের কারণে সরস্বতী আর তাঁর মালিক শুখবির ১ লক্ষ টাকার পুরস্কার জিতে নিয়েছিল। এর আগে সবথেকে বেশি দুধ দেওয়ার রেকর্ড পাকিস্তানের একটি মোষের নামে ছিল, ওই মোষ একদিকে ৩২.০৫০ কেজি দুধ দিয়েছিল।