বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রদায়িকতার বিষাক্ত তম ছোবলে দ্বিখন্ডিত ভারত। একতা না থাকলে যেন কোনদিন টুকরো টুকরো হয়ে যেত। দুঃখের বিষয় ভারতীয়দের ঐক্য আন্দোলনের মতো খন্ডিত। প্রায় একদিকে চাপ মারছেন নেকড়ের দল। তার মধ্যে অপর একটি উদাহরণ হল পাকিস্তানের সাথে ভারতের শত্রুতা যেন চিরন্তন।পাকিস্তান এখন অভ্যন্তরীণ এক বিশাল সমস্যায় জর্জরিত।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।,এই ‘বিপর্যয়ের’ জন্য জ্বরাক্রান্ত শিশুদের চিকিৎসায় সিরিঞ্জ পুনর্বার ব্যবহার করার জন্য একসাথে এতগুলো শিশু এইচআইভি আক্রান্ত । ইতোমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যদিও চিকিৎসককে গ্রেফতারও করা হয়েছে।
পাক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ওই শহরের ১১শ’ মানুষের এইচআইভি টেস্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে প্রায় ৯শ’ শিশু রয়েছে। আরো একাধিক এর খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে সুস্পষ্ট হবে এখনও কোনো মন্তব্য জানিয়েছে কিনা সরকার সে বিষয়ে সন্দিহান রয়েছে। যদিও সরকারি ভাবে এইচআইভি আক্রান্ত শিশুদের সংখ্যা আনুমানিক ৫০০।কিন্তু গুলবাহার শেখের তথ্য অনুযায়ী, গত কয়েকমাসে শুধুমাত্র রোটাডেরোতেই এইচআইভি আক্রান্ত শিশুর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে।মৃত্যু হয়েছে প্রায় ৩৫ জনের। আর এখান থেকে কিভাবে মুক্তির উপায় বের করবে সেটাই এখন চিন্তার বিষয়। কপালে চিন্তার ভাঁজ পড়েছে পাকিস্তানের।