এই কদিন খুলবে না স্কুল, কলেজে ঝুলবে তালা! আগেভাগেই দেখে নিন জুলাই মাসের তালিকা

   

বাংলাহান্ট ডেস্ক : অধিকাংশ জায়গায় শেষ হয়ে গিয়েছে গ্রীষ্মকালীন ছুটি। খুলে গেছে স্কুল-কলেজ। তবে এরই মধ্যে বিভিন্ন উৎসব ও পার্বণের জন্য জুলাই মাসেও রয়েছে বেশ কিছু ছুটি (Holiday)। চলুন আজ জেনে নেব সেই ছুটির তালিকা সম্পর্কে। শনি ও রবিবার অর্থাৎ সাপ্তাহিক ছুটি ছাড়া মাত্র কয়েকদিন স্কুল-কলেজ ছুটি থাকবে জুলাই মাসে।

ভারতীয় শিক্ষা ব্যবস্থায় জুন মাসকে গরমের ছুটির মাস বলা হয়। এই অবস্থায় বেশ কিছু স্কুল খুলে গিয়েছে গরমের ছুটির পর। আবার কিছু স্কুল খুব শীঘ্রই খুলে যাবে। এমন অবস্থায় পড়ুয়াদের পড়াশোনায় মন দেওয়ার সময়। তবে তার মধ্যেই জুলাই (July) মাসে গুটি কয়েক ছুটি আছে যা জেনে নেওয়া উচিত।

আরোও পড়ুন : হাতে আর ১৫ দিন! এরই মাঝে DA মামলায় জোড়া চাল সরকারি কর্মীদের, ঘুম উড়লো রাজ্যের

প্রতি রাজ্যের তথা বোর্ডের অ্যাকাডেমিক ক্যালেন্ডারের উপর ভিত্তি করে তৈরি হয় স্কুল-কলেজের ছুটি। এই ছুটির ক্যালেন্ডার পরিবর্তিত হতে পারে রাজ্য বা অঞ্চলের ভিত্তিতে। অন্যান্য মাসের মতো চারটি সাপ্তাহিক ছুটি থাকবে জুলাই মাসে। আবার কিছু কিছু জায়গায় দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকবে। ১৭ই জুলাই (বুধবার) মহরম।

আরোও পড়ুন : চোপড়ায় রাস্তায় ফেলে তরুণীকে বেধড়ক মার! ‘মেয়েটির ভুল ছিল’, বিস্ফোরক তৃণমূল বিধায়ক!

মহরম উপলক্ষে গোটা দেশজুড়ে বন্ধ থাকবে স্কুল ও কলেজ। জুলাই মাসের প্রথম রবিবার ৭ তারিখ স্কুল বন্ধ থাকবে। প্রথম শনিবার ১৩ তারিখ কিছু কিছু জায়গায় বন্ধ থাকবে স্কুল। ১৪ ই জুলাই মাসের দ্বিতীয় রবিবার স্কুল-কলেজ বন্ধ থাকবে। ১৭ ই জুলাই মহরম উপলক্ষে বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। মাসের তৃতীয় রবিবার ২১ তারিখ শিক্ষা প্রতিষ্ঠান ছুটি।

school holiday

২৭ তারিখ চতুর্থ শনিবার ও ২৮ তারিখ চতুর্থ রবিবার স্কুল-কলেজ বন্ধ থাকবে গোটা দেশ জুড়ে। এগুলি ছাড়াও থাকতে পারে অন্যান্য অতিরিক্ত ছুটি। তবে সেগুলি নির্ভর করছে রাজ্য বোর্ড বা স্থানীয় স্কুলের উপর। তবে, পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাদের যাতে কোনরকম সমস্যা না হয় তাই আগেভাগেই দেখে নেওয়া দরকার এই লিস্ট।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর