বাংলা হান্ট ডেস্ক :-যে কোনো সময়ই আপনারা দেখে থাকবেন আপনাদের পাশ দিয়ে দ্রুত গতিতে বাইক চালিয়ে বেরিয়ে যান সুইগি, জ্যোমাটো সংস্থায় কাজ করা যুবক গুলো। সিগনালের তোয়াক্কা না করেই তারা প্রাণ হাতে তাদের গাড়ি চালায়। আসলে অত মানতে গেলে তো সময়ে পৌঁছানো যাবে অর্ডারের খাবারগুলো।
যদি তা সম্ভব না হয় একদিকে যেমন থাকে গ্রাহকের অসন্তুষ্ট মনোভাব বা কখনো নিজেদের ই টাকা দিয়ে দেরী করার ভরতুকি দিতে হয়!সম্প্রতি বেঙ্গালুরুতে এরকম একটি দূর্নীতি পরায়ন অভিজ্ঞতা হল এক ডেলিভারি বয়ের। শনিবার দিন নির্দিষ্ট সময়ের চেয়ে আধ ঘন্টা দেরিতে তার খাবার পৌঁছানোর অপরাধে বেধড়ক মারধর করা হলো তাঁকে। তারপর পথের ধারে
তাকে মেরে ফেলে দেওয়া হয় তারপর পড়ে থাকা সেই আহত ডেলিভারি বয়টিকে পথ চলতি মানুষ নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেন।