বাংলাহান্ট ডেস্কঃ মুখোমুখি হচ্ছেন অমিত শাহ (Amit Shah)- অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। করোনা মৃতদের সঙ্গে সঠিকভাবে ব্যবহার হচ্ছে না দিল্লীতে। ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে রাজধানীতে। সেই নিয়ে সুপ্রিম কোর্ট একটি রায়ও ঘোষণা করেছে সম্প্রতি। তাই এবার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে সরাসরি মাঠে নামতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দিল্লীতে বাড়তে থাকা করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার সকাল ১১ টায় বৈঠকের ঘোষণা করা হয়েছে। কিভাবে করোনা ভাইরাস ধীরে ধীরে গ্রাস করছে রাজধানীকে, এবং সেই সঙ্গে এই ভাইরাসের বিরুদ্ধে গৃহিত পদক্ষেপ নিয়েও আলোচনা হবে এই বৈঠকে।
একজোট হয়ে লড়ার আহ্বান
সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে স্থানীয়দের জন্য সংরক্ষিত করার জন্য মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সিদ্ধান্তকে নাকচ করে দিয়েছিলেন দিল্লীর উপরাজ্যপাল অনিত বৈজল। তা সত্ত্বেও একজোটে করোনার বিরুদ্ধে লড়ার আহ্বান জানিয়েছিলেন কেজরিওয়াল।
বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর আজ বরিবারের সকাল ১১ টায় বৈঠকে অংশ নেবেন অনিল বৈজল, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। পাশাপাশি থাকবে রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া এবং দিল্লী সরকারের শীর্ষ আমলারাও থাকবেন এই বৈঠকে।
দিল্লীতে করোনা পরিস্থিতি
বিগত কয়েকদিন ধরেই ক্রমাগত বেড়ে চলেছে রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা। গত শুক্রবার ২১৩৭ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৩৭ হাজারের কাছাকাছি এবং মৃতের সংখ্যা ১২১৪। সংকটের এই পরিস্থিতিতে দিল্লীবাসীকে রক্ষার জন্য আজ আর কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।