দুই বাহিনীতে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ, ক্ষোভ প্রশমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রকের

বাংলাহান্ট ডেস্ক : অগ্নিপথ নিয়ে অগ্নিগর্ভ দেশ। বিহার সহ বিভিন্ন রাজ্যে হিংসাত্মক বিক্ষোভের জেরে অগ্নিপথ প্রকল্পের নিয়ম আরও শিথিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে বলা হয়েছে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। আপাতত কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে এই সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। এরই সঙ্গে বাড়ানো হবে নিয়োগের ঊর্ধ্বসীমাও।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, সিআরপিএফে অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়সের বয়সের ঊর্ধ্বসীমা আরও তিন বছর বাড়ানো কথাও হয়েছে। অগ্নিবীর প্রকল্পে নিয়োগের পরে যে অগ্নিবীরদের অবসর দেওয়া হবে তাঁদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষন করা থাকবে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এবং অসম রাইফেলসে।

প্রথম বছরের অগ্নিবীরদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় আরও পাঁচ বছর ছাড় দেওয়া হবে বলেই সূত্র মারফত খবর। জানা যাচ্ছে, বর্তমানে সেনাবাহিনীর পাঁচ শাখায় মোট ৭৩,০০০ শূন্যপদ রয়েছে। সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি বা ভারত-তিব্বত সীমান্ত রক্ষীবাহিনী, সশস্ত্র সীমা বল এবং সিআইএসএফে এই শূন্যপদ গুলি রয়েছে। এরই সঙ্গে, ৭৩,২১৯টি পদ খালি রয়েছে সিএপিএফ এবং অসম রাইফেলসেও। অবসরের পর অগ্নিবীররা যোগ দিতে পারেবেন কেন্দ্রীয় বাহিনীতেও।

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে প্রথমে বলা হয়, অগ্নিপথ প্রকল্পে ১৭ থেকে ২১ বছর বয়সের তরুণরা চার বছরের জন্য সেনা, বিমান ও নৌবাহিনীতে নিয়োগ পাবে। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক অগ্নিবীরকে প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন এবং চার বছর পরে ১১ থেকে ১২ লক্ষ টাকা এককালীন অর্থ দেওয়া হবে। আয়ের ৩০ শতাংশ তাঁরা জমাতেও পারবেন।সম পরিমাণ টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকেও।  তবে ২৫ শতাংশের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের চাকরি স্থায়ী হবে না। বাকি ৭৫ শতাংশ আর সেনাবাহিনীতে রাখা হবে না। সেই সময় তাঁদের ১০-১১ লক্ষ টাকা ভাতা দেওয়া হবে। এই টাকা সম্পূর্ণ করমুক্ত ঘোষণা করা হবে। যারা অগ্নিপথ প্রকল্প থেকে অবসর নেবেন তাঁরা সেনাবাহিনীর অবসরকালীন কোনও সুযোগসুবিধা পাবেন না। এমনকি নিজেদের প্রাক্তন সেনাকর্মীও বলতে পারবেন না বলেই জানা যাচ্ছে।

এই ঘোষণার পরেই দেশ জুড়ে বিক্ষোভ শুরু করে সেনাবাহিনীতে চাকরিপ্রার্থী তরুণরা। সময়ের সঙ্গে তা হিংসাত্মক আকার ধারণ করে। এরপরই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক অগ্নিবীর নিয়োগের বয়স ২১ থেকে বাড়িয়ে ২৩ করে। কিন্তু তাতেও ক্ষোভ প্রশমন না হওয়ায় বয়সের ঊর্ধ্বসীমা আরও বাড়ানো হলো এবং সেই সঙ্গে সংরক্ষণের কথাও ঘোষণা করলো কেন্দ্র সরকার।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর