বাংলাহাণ্ট ডেস্কঃ আমাদের প্রত্যেকের জীবনই নানা সমস্যায় পরিপূর্ন। জ্যোতিষ মতে আমাদের জন্মছক বা পূর্বজন্মের কোনো কারনে ঘটে এই সব সমস্যার সূত্রপাত। বিভিন্ন রত্ন ধারন করলে অনেকসময় এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অর্থনৈতিক কারনে অনেক সময় এই বহু মূল্য রত্ন আমাদের পক্ষে ধরন করা সম্ভব হয় না। জ্যোতিষ বলে রত্ন ধারন না করতে পারলেও কিছু সাধারন নিয়ম মেনে চললেও এই দুর্ভাগ্যকে রুখে দেওয়া সম্ভব।
গতকাল আমরা জানিয়েছিলাম অর্থভাগ্য ফেরাতে শুক্রবার করে কি করা উচিত। আজ অর্থভাগ্য ফেরাতে মধুর ভূমিকা নিয়ে আলোচনা করব। স্বাস্থ্যের সাথে সাথে বাস্তুতেও মধুর গুণাগুণ রয়েছে। মধু খুবই প্রয়োজনীয় এবং যদি আপনি ঘরে মধু রাখেন তবে অনেক উপকারই পেতে পারেন।
অফিসে হাড়ভাঙা খাটুনির পর আপনি বেতন পাচ্ছেন না, বা আপনি যা আয় করছেন কিছুতেই সেটা সঞ্চয় করতে পারছেন না তাহলে আপনি এই পদ্ধতিটি চেষ্টা করে দেখতে পারেন । সুফল পাবেন।
বাড়িতে মধু রাখুন কারন জ্যোতিষ মতে মধু অপ্রয়োজনীয় খরচ কমায় এবং ঘরের নেগেটিভ এনার্জিকে পজেটিভ এনার্জিতে রূপান্তর করে। বাড়িতে ঘরের কোন একটা জায়গায় মাটির পাত্রে মধু রাখুন, এর ফলে সংসারে সব অভাব দূর হয়ে যাবে। আবার আপনার জন্মছকে শনি খুবই খারাপ অবস্থায় থাকে তবে ঘরে মধু রেখে দিলে শনি দেবের আশির্বাদ পেতে পারেন। মধু শনিদেবের খুবই প্রিয় একটি বস্তু। এর ফলে ঘুরে যেতে পারে আপনার ভাগ্যের চাকাও।