‘বেড়ে পাকা ছেলে’, ‘এখনও দুধ বেরোয়…’! দেবাংশুকে ধুয়ে দিলেন লকেট

বাংলা হান্ট ডেস্কঃ অভিনেত্রী হিসেবে যতখানি তুখোড়, নেত্রী হিসেবেও ততটাই দাপুটে লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। আসন্ন লোকসভা ভোটেও তাঁকে হুগলি কেন্দ্র থেকে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই নির্বাচনী প্রচারও শুরু করে দিয়েছেন বিজেপি নেত্রী। শুক্রবার সকালে প্রচারে বেরিয়ে যেমন শাসক দলের একাধিক নেতা-নেত্রীর বিরুদ্ধে সুর চড়ান লকেট। নিশানা করেন তৃণমূলের দুই প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) এবং দেবাংশু ভট্টাচার্যকে (Debangshu Bhattacharya)।

২০২৪ লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) হুগলি কেন্দ্র থেকে ‘দিদি নম্বর ওয়ান’ রচনাকে দাঁড় করিয়েছে জোড়াফুল শিবির। এদিকে অভিনেত্রীর প্রাক্তন স্বামী তথা অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্র সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। এই প্রসঙ্গে লকেট বলেন, ‘দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে, এটা সিদ্ধান্ত মহাপাত্র বুঝেছেন। তবে ইনি (রচনা) সেটা বোঝেননি। দিদি নম্বর ওয়ান থেকে ভুল করে চলে এসেছেন। পরে ওনাকে পস্তাতে হবে’।

এখানেই না থেমে লকেট দাবি করেন, না জেনে তৃণমূলে (TMC) চলে এসেছেন রচনা! বিজেপি নেত্রীর কথায়, ‘যদি আসতেই হতো তাহলে মোদীজির হাত ধরে আসতেন। আমি জানি আজ না হোক কাল ওনাকে আসতেই হবে’। নাম না করে রচনাকে নিশানা করার পর তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে আক্রমণ করেন লকেট।

আরও পড়ুনঃ ভোটে দাঁড়াতে পারবেন চিকিৎসকরা? বিরাট রায় দিল কলকাতা হাইকোর্ট

সম্প্রতি বসিরহাটের বিজেপি (BJP) প্রার্থী রেখা পাত্রর স্বাস্থ্যসাথী কার্ডের তথ্য সমাজমাধ্যমে শেয়ার করেন দেবাংশু। পদ্ম-প্রার্থীও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন, মন্তব্য করেন তিনি। ইতিমধ্যেই এই নিয়ে সুর চড়িয়েছেন পদ্ম-শিবিরের একাধিক নেতা-নেত্রী। এবার আক্রমণ করলেন লকেট। দেবাংশু ‘বেড়ে পাকা’, এহেন মন্তব্যও করেন তিনি।

debangshu bhattacharya locket chatterjee

হুগলির বিজেপি প্রার্থী বলেন, ‘দেবাংশু বাচ্চা ছেলে, গলা টিপলে দুধ বেরোবে। এরা বেশি বেড়ে পাকা। আজ এসেছে কাল থাকবে না’। আজ নির্বাচনী প্রচারে বেরিয়ে দেবাংশুকে এভাবেই ঝাঁঝালো আক্রমণ করেন লকেট। এখনও অবধি এই বিষয়ে তৃণমূল প্রার্থীর তরফ থেকে কোনও পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর