‘বিরোধী দল ডাকলে…’, ভোটে হেরে গেলে কী প্ল্যান দিদি নাম্বার ওয়ান রচনার?

বাংলা হান্ট ডেস্কঃ অভিনেত্রী হিসেবে অগুনতি মানুষের মন জয় করার পর এবার নেত্রী হিসেবে হাজির হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। এতদিন যাকে রূপোলি পর্দায় দেখা গিয়েছে, সেই রচনাই এবার এসেছেন হুগলির মানুষের দরবারে! এই প্রথমবার ভোট ময়দানে নামলেন অভিনেত্রী। বিপক্ষে রয়েছে বিজেপির দাপুটে নেত্রী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রচনার লড়াইটা যে সহজ হবে না তা অনেকেই বলেছেন। শেষমেশ যদি ভোটে পরাজিত হন তাহলে কী করবেন? এবার সেকথা ফাঁস করলেন তৃণমূল (TMC) প্রার্থী।

ভোট ময়দানে প্রতিপক্ষ হলেও, একসময় সহকর্মী ছিলেন রচনা এবং লকেট। অভিনয় কেরিয়ারের নিরিখে রচনা সিনিয়র হলেও, নেত্রী হিসেবে লকেটের অভিজ্ঞতা বেশি। একটা সময় তৃণমূলের অংশ ছিলেন। ২০১৫ সালে নাম লেখান বিজেপিতে। উনিশের লোকসভা ভোটে লকেটকে হুগলি (Hooghly) থেকে দাঁড় করায় গেরুয়া শিবির। তৃণমূলের দখলে থাকা এই আসনে পদ্ম ফুটিয়েছিলেন তিনি। এবার সেই আসন পুনরুদ্ধারের লক্ষ্যেই নামছেন রচনা।

এর আগে কখনও কোনও নির্বাচনে লড়েননি। তা সত্ত্বেও রচনাকে লোকসভার (Lok Sabha Election 2024) টিকিট দিয়েছে তৃণমূল শিবির। এই মুহূর্তে হুগলির নানান এলাকায় ঘুরে ঘুরে নির্বাচনী প্রচার করছেন জোড়াফুল প্রার্থী। এর মাঝেই একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। ভোটে হেরে গেলে কী করবেন? কথার সূত্রে সেকথা জানান তৃণমূল নেত্রী।

আরও পড়ুনঃ ৬ বছর নির্বাচনে লড়তে পারবেন না মোদী! লোকসভা ভোটের আগেই তোলপাড় দেশ!

প্রচার কেমন চলছে জানতে চাওয়ায় রচনা বলেন, বেশ ভালোই চলছে। মানুষের থেকে ভালো সাড়া পাচ্ছেন। এরপর আরও একাধিক প্রশ্নের পর তৃণমূল প্রার্থীকে জিজ্ঞেস করা হয়, তিনি যদি আসন্ন নির্বাচনে জয়ী না হতে পারেন, তাহলে কি রাজনীতিতে থাকবেন?

tmc candidate rachana banerjee and mamata banerjee

জবাবে ‘দিদি নম্বর ওয়ান’ বলেন, ‘আমি যদি ভোটে হেরেও যাই, তাহলেও দিদির পাশ ছেড়ে যাব না। আমি হেরে গেলে, আমায় বিরোধী দল ডাকলেও আমি যাব না। রচনা ব্যানার্জি এটা কখনও করতে পারবে না। আমি আনুগত্যে বিশ্বাস করি। যদি চাইতাম তাহলে অনেক আগেই আমি বিরোধী দলে যোগ দিতে পারতাম। দিদিকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না, সেই কারণে তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছি’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর