ভুলে যান আরশোলা-ইঁদুরের উৎপাত! এবার ট্রেনে দূরপাল্লার যাত্রীরা যে কামড় খেলেন….ভয় লাগবে

বাংলাহান্ট ডেস্ক : দূরপাল্লার ট্রেনে উঠেছেন আর আরশোলা ইঁদুর টিকটিকিদের সঙ্গে মোলাকাত হয়নি, এমন সৌভাগ্য কজনের হয়েছে তা তারাই বলতে পারবেন। কখনো খাবারের মধ্যে আরশোলা, পঁচা খাবার, ট্রেনের সিটের কাছে টিকটিকি কিংবা আরশোলা এইসব নিয়ে বহু অভিযোগ ওঠে ভারতীয় রেলের দূরপাল্লার ট্রেন গুলির বিরুদ্ধে।

ট্রেনের টয়লেট নিয়ে তো অভিযোগের অন্ত নেই। এবার যা ঘটলো তা সত্যিই ভয়ংকর। সোমবার মাদুরাইগামী ট্রেনের একজন যাত্রী সাপের কামড়ে আহত হলেন। যাত্রী ভর্তি ট্রেনের ভিতরেই লুকিয়ে ছিল বিষাক্ত সাপ। ওই যাত্রীকে সংকট জনক আবস্থায় উদ্ধার করে কোট্টায়াম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরোও পড়ুন : জীতু কামালের সঙ্গে প্রেমের গুঞ্জন! অবশেষে মুখ খুলে সত্যিটা জানিয়েই দিলেন শ্রাবন্তী

মাদুরাই-গুরুভায়ুর প্যাসেঞ্জার এক্সপ্রেসের এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, সাপের কামড়ে আহত যাত্রীর নাম কার্তিক। মাদুরাইয়ের বাসিন্দা ২১ বছর বয়সী ওই যুবক। পিরাভোম রোড রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠে কার্তিক যাচ্ছিলেন টেনকাসি। রেলের ষষ্ঠ বগিতে ছিলেন তিনি। সেখানেই ওই যাত্রীকে সাপে কামড়ায়।

আরোও পড়ুন : অ্যাকাউন্টে টাকা না থাকলেও করা যাবে UPI পেমেন্ট! কোটি কোটি গ্রাহকদের জন্য আসছে বড় সুখবর

সরকারি সূত্রে খবর, কার্তিকের বসার সিটের পাশের একটি গর্ত থেকে সাপ বমিতে ঢুকেছিল বলে মনে করা হচ্ছে। সিটের নিচেই লুকিয়ে ছিল সাপটি। সেখান থেকে বেরিয়ে এসে কার্তিককে কামড় দেয়।  রেলওয়ে পুলিসের এক কর্মকর্তা জানান, “তিনি গুরুতর আহত হননি। তাঁর অবস্থা স্থিতিশীল।” ট্রেনের সিটের নিচে সাপটিকে দেখেছেন বলে স্বীকার করেন ট্রেনের সহযাত্রীরা।

indiantraincrbelurashokflickr 1200x900

এই ঘটনার কারণে এট্টুমানুর স্টেশনে ১০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। যে বগিতে ঘটনাটি ঘটেছে সেটিকে সিল করে দেওয়া হয়। এই প্রথমবার নয়, রেলের খাবার-দাবার থেকে শুরু করে আরশোলা ইঁদুর কিংবা টিকটিকির উৎপাত নিয়ে বহুবার বিতর্কের মুখে পড়তে হয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষকে। তাই বলে সাপের উপদ্রব এই প্রথম।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর