বাংলা হান্ট নিউজ ডেস্ক: যে রাঁধে, সে চুলও বাঁধে। জাতীয় স্তরে বাংলার নাম উজ্জ্বল করে এই প্রবাদবাক্যটি সত্যি প্রমাণ করলেন মালদহের ইংলিশবাজারের বাসিন্দা তনুশ্রী লালা। চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত মাস্টার্স অ্যাথলেটিক্সে ৩৫ বছরের ক্যাটাগরির ৫ কিলোমিটার ওয়াকিং রেসে প্রথম হয়েছেন মালদহের ইংলিশ বাজারের গৃহবধূ। তার এই দৃষ্টান্ত স্থাপনের ঘটনায় আনন্দিত তার পরিবার এবং প্রতিবেশীরা।
তবে শুধু সোনা নয়, ১৫০০ মিটার দৌড়ে অংশ নিয়ে সেই ইভেন্টে ব্রোঞ্জও জিতেছেন তিনি। অর্থাৎ ন্যাশনাল থেকে মোট দুটি পদক জিতে ফিরছেন তিনি। এই ইভেন্ট থেকে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যত আরও অন্য প্রতিযোগিতায় অংশ নিতে চান বলে জানিয়েছেন তিনি।
আপাতত তিনি আর তার স্বামী সুব্রত লালা, এই নিয়ে চিন্তায় রয়েছেন যে ভবিষ্যতে তার নিয়মিত খেলার বা অনুশীলনের খরচ চালাবেন কি ভাবে সেই নিয়ে।মালদহ স্পোর্টস এসোসিয়েশনের কাছে এই বিষয়ে একটি আবেদনও জানিয়েছেন তিনি।
বেসরকারি সংস্থায় কর্মরত সুব্রত সবসময় তার স্ত্রীকে উদ্বুদ্ধ করে গিয়েছেন। তাদের দুটি পুত্রসন্তান রয়েছে। তাদের যাবতীয় দেখাশোনা করেই তনুশ্রী অনুশীলন চালান। তনুশ্রী জানিয়েছেন যে তিনি ছোট থেকেই খেলাধুলা পছন্দ করেন। কিন্তু বিয়ের পর ১৯ বছর সব বন্ধ ছিল। এখন স্বামীর উৎসাহে ফের মাঠে ফিরেছেন তিনি। এই মুহূর্তে যদি কোনওভাবে কেউ অর্থ দিয়ে সাহায্য করেন তাহলে ভবিষ্যতে আরও বড় জায়গায় নিজেকে প্রমাণ করতে পারবেন বলে মনে করেন তনুশ্রী।