বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের আয়ের অন্যতম প্রধান উৎস আইপিএল। আইপিএল থেকে প্রত্যেক বছর বিসিসিআই 5 হাজার কোটি টাকা করে উপার্জন করে। সেই কারণে বিশ্বজুড়ে করোনা সংক্রমনের মধ্যেও আইপিএল অনুষ্ঠিত হচ্ছে। করোনা সংক্রমনের কারণে এই বছর দেশের মাটিতে অনুষ্ঠিত করা সম্ভব হয়নি, সেই কারণে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে হচ্ছে এবারের আইপিএল।
করোনা আবহের মধ্যে আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা শোনার পরে অনেকেই প্রশ্ন করেছিলেন এই মুহূর্তে সারা বিশ্বে যা পরিস্থিতি তাতে কি আইপিএল আয়োজন করা খুবই দরকার ছিল? কিন্তু বিসিসিআই সেই সমস্ত কথায় কান দিতে নারাজ। বিসিসিআই এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আইপিএলের সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার মানুষের রুজি রোজগার। এক বছর আইপিএল না হলে সেই সমস্ত মানুষের পেটে টান পড়বে। এছাড়া যদি আইপিএল অনুষ্ঠিত না হয় তাহলে বিসিসিআইয়ের অনেক টাকা আর্থিক ক্ষতি হবে যার প্রভাব পড়তে পারে ক্রিকেটারদের জীবনেও। সেই কারণে আইপিএল কোন ভাবেই বন্ধ রাখা যাবে না।
করোনা মহামারীর মধ্যেও আইপিএল আয়োজন করলেও বিসিসিআই ঘরোয়া ক্রিকেট নিয়ে এখনো পর্যন্ত কোনো কথাই বলে নি। বেশ কয়েকটি মিটিং করলেও ঘরোয়া ক্রিকেট হওয়ার নিয়ে কোনো সমস্যা সমাধান খুঁজে পায়নি বিসিসিআই কর্তারা। আর তাই এবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীকে মেল করলেন মুম্বাইয়ের এক নামি পিচ কিউরেটর নাদিম মেনন। তিনি অনুরোধ করেছেন আইপিএল যেমন ভাবে অনুষ্ঠিত হচ্ছে তেমন করেই ঘরোয়া ক্রিকেটও অনুষ্ঠিত হোক। না হলে ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত ক্রিকেটার এবং ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যে সমস্ত মানুষরা যুক্ত রয়েছেন তাদের সকলেরই পকেটে টান পড়বে।