আর দরকার নেই জল ঢালার! এই পদ্ধতিতেই ছাদ হবে বরফের মত ঠান্ডা, ঘর হবে ভীষণ কুল

বাংলাহান্ট ডেস্ক : কাঠফাটা রোদ আর তীব্র গরমে (Summer) গলদঘর্ম রাজ্যবাসী। বিন্দুমাত্র স্বস্তি নেই। দীর্ঘদিন ধরে নেই বৃষ্টির দেখা। কালবৈশাখী এখনো অতীত। কোথা থেকে একটু ঠান্ডা হাওয়া পাওয়া যায় আপাতত দিন কাটছে সেই চেষ্টায়। কবে যে বৃষ্টি হবে এখন সেই আশায় বসে রয়েছে মানুষ। রোদের প্রচন্ড তাপে বাড়ির ঘর, ছাদ (Roof) যেন আগুন। এসি ছাড়া যেন গ্রীষ্মের দুপুরে স্বস্তি পাওয়া এক প্রকার অসাধ্য।

তবে ঘর ঠান্ডা করার কয়েকটি উপায় যদি জানা থাকে, তাহলে আর চিন্তা নেই। বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে যা কিনা মেনে চললে আপনার ঘর থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল। ঘরোয়া উপায়ে আগেকার দিনে ঘর ঠান্ডা রাখার চেষ্টা করতেন অনেকেই। তবে কি কি পদ্ধতি অবলম্বন করতেন এই বিষয়ে অনেকেই জানেন না। চলুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদন থেকে।

আরোও পড়ুন : দুঃসংবাদ! এবার RBI’র শাস্তির খাঁড়া নামল এই ব্যাঙ্কের উপর, ২ দিনেই গায়েব ৪৭ হাজার কোটি

অনেকেই ঘর ঠান্ডা করার জন্য ছাদ বাগানের উপর ভরসা রাখেন। বাড়ির ছাদ যদি গাছে গাছে ভরিয়ে তোলা সম্ভব হয় তাহলে সেই ছাদের নিচে ঘরটি হয় খুব ঠান্ডা। এছাড়াও চাইলেই কিন্তু ছাদের ফ্লোরে ওয়াটারপ্রুফ পেন্ট করা যায়। রিফ্লেক্টিভ রুফ সারফেস করে রাখলে অনেক সময় তাপমাত্রা কম থাকে।

আরোও পড়ুন : এই রাজ্যটিই সবচেয়ে ধনী ভারতে! পশ্চিমবঙ্গের কোন পজিশন? লিস্ট দেখলে অবাক হবেন আপনিও

সেক্ষেত্রে তা রিফলেক্ট করে ফিরিয়ে দেয় এমন কোন রং কিংবা কেমিক্যাল এর প্রোলেপ দিতে হয় ছাদে৷ কলিচুন আর হোয়াইট সিমেন্টের একসাথে মিশিয়ে ছাদে প্রলেপ হিসেবে ব্যবহার করতে পারেন অনায়াসে। শহরের মানুষের পক্ষে এটা বেশ অসম্ভব বলা যায়। তবে ছাদে যদি খড় ভিজিয়ে রাখা যায় তবে ছাদ কিন্তু ঠান্ডা থাকে। ভেজা ঘরে ছাদ ভিজে থাকবে। এতে তীব্র গরমেও ঠান্ডা থাকবে ছাদ।

kemper

আজকাল ছাদের উপরে অনেকেই আলাদা করে শেড লাগিয়ে নিচ্ছেন। বর্ষাকালের বৃষ্টি হোক কিংবা তীব্র রোদের দাবদাহ সবকিছু থেকেই ছাদ রক্ষা পায়। এতে ছাদ অনেক কম গরম হয়। এক্ষেত্রে একটি অসুবিধাও রয়েছে। আকাশ দেখা যায় না। ছাদের ওপরে সোলার প্যানেল ব্যবহার করলে সূর্যের আলোর একটা প্রকৃত ব্যবহার হবে পাশাপাশি বিদ্যুতের খরচও কমবে। পাশাপাশি সূর্যের আলো সরাসরি ছাদে এসে পড়বে না।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর