বাংলাহান্ট ডেস্ক : সোমবার থেকে উৎকণ্ঠার প্রহর গুনছে বলিউড ইন্ডাস্ট্রি। এদিন থেকেই বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক পরিস্থিতি নিয়ে নানান জল্পনা ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। এমনকি মঙ্গলবার সকালেও হঠাৎ করে ছড়িয়ে পড়ে ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর। বিতর্কের মাঝেই গুজব উড়িয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন ধর্মেন্দ্র (Dharmendra) কন্যা এষা দেওল। এবার মুখ খুললেন ছেলে সানি দেওলের সহকারী।
কেমন আছেন এখন ধর্মেন্দ্র (Dharmendra)?
এদিন সকালে আবারও সানির টিমের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে জানানো হয়, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ধর্মেন্দ্র (Dharmendra)। তিনি যাতে দীর্ঘায়ু হন তার জন্য অনুরাগীদের প্রার্থনা করতেও অনুরোধ করা হয়। শুধু সানি নয়, এষা এবং হেমা মালিনীও মুখ খোলেন ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক পরিস্থিতি নিয়ে।

বারবার ছড়ায় ভুয়ো খবর: এদিন ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দেন এষা। তিনি লেখেন, ধর্মেন্দ্রর (Dharmendra) মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছে সংবাদ মাধ্যমে। এখনও শ্বাস চলছে অভিনেতার। স্থিতিশীল রয়েছেন ধর্মেন্দ্র (Dharmendra), ধীরে ধীরে তিনি সুস্থ হচ্ছেন বলেও জানান অভিনেত্রী। ক্ষোভ উগরে দেন হেমাও। স্বামীর মৃত্যু নিয়ে বারবার ভুয়ো খবর ছড়ানোয় রীতিমতো বিরক্ত তিনি।
আরও পড়ুন : ডেডলাইন পেরোলেও বাংলাদেশেই আটকে অন্তঃসত্ত্বা সোনালি বিবি সহ ৬ জন, আদালত অবমাননার দায়ে অভিযুক্ত কেন্দ্র
কী বলা হয় পরিবারের তরফে: সোমবারও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল ধর্মেন্দ্রর (Dharmendra) মৃত্যুর ভুয়ো খবর। তবে অভিনেতার পরিবারের তরফে বারংবার বলা হয়েছিল, তাঁর পরিস্থিতি স্থিতিশীল। ভুয়ো খবর না ছড়িয়ে তাঁর দ্রুত সুস্থতার জন্য অনুরাগীদের কামনা করতেও বলা হয়েছিল তাঁর পরিবারের তরফে।
আরও পড়ুন : প্রসূতি স্বাস্থ্য থেকে চোখের পরীক্ষা, ঘুরে ঘুরে পরিষেবা দেবে ১১০ টি ‘ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্র’
সোমবার রাতে বলিউডের একাধিক অভিনেতাদের দেখা গিয়েছিল ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। হাসপাতালে ধর্মেন্দ্রর (Dharmendra) সঙ্গেই ছিলেন স্ত্রী হেমা। এসেছিলেন দুই ছেলে সানি এবং ববি দেওল। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পৌঁছান সলমন খান। তারপর রাত প্রায় পৌনে এগারোটা নাগাদ বর্ষীয়ান অভিনেতাকে (Dharmendra) দেখতে হাসপাতালে যান শাহরুখও। রাত একটু বাড়তেই হাসপাতালে দেখা মেলে গোবিন্দার। ধর্মেন্দ্রর বর্তমান পরিস্থিতির বিষয়ে জানতে উদগ্রীব ভক্তরা।












